হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমল ১০ টাকা
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে ১০ টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ২৭-২৯ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ১৯-২০ টাকায় বিক্রি হচ্ছে।
একই সঙ্গে দেশি পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৩৮-৪০ টাকা দরে। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২-৩৪ টাকা দরে।
বুধবার (২১ ডিসেম্বর) হিলির পাইকারি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মনোয়ার হোসেন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। এতে আমাদের সমস্যায় পড়তে হয়। গত সপ্তাহে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি। আজ বাজারে পেঁয়াজ কিনতে এসে দেখি কেজিতে ১০ টাকা দাম কমেছে। পেঁয়াজের দাম কমায় আমার মতো নিম্নআয়ের মানুষের সুবিধা হয়েছে। দাম আরও কমলে সুবিধা হবে।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী তাহের আলী বলেন, সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ ৩০ টাকা বিক্রি করেছি আজ তা ২০ টাকায় বিক্রি করছি। মূলত আমদানি বাড়ায় ও বাজারে দেশি পেঁয়াজ উঠায় দাম কমেছে। নতুন পেঁয়াজ আরও উঠলে পুরোনো পেঁয়াজের দাম আরও কমবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে ৮-১০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। চলতি সপ্তাহের প্রথমদিন ২১ ট্রাকে ৬২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার ২০ ট্রাকে ৬১২ টন আমদানি হয়েছে। সোমবার ১৯ ট্রাকে ৫৫৯ টন আমদানি হয়েছে। আজও আমদানি অব্যাহত আছে।
এসজি