'ইভিএম নয় সমস্যা পেছনে যারা কাজ করেন'
রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান শেষে বলেছেন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সমস্যা নয়। সেটাতো একটা যন্ত্র মাত্র। এর পেছনে যারা কাজ করেন তারাই সমস্যা। এ যেন বেড়ায় ক্ষেত খাওয়ার মতো। অনুষ্ঠান শেষে একথা সাংবাদিকদের বলেছেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
সোমবার দুপুরে রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জনগণের মুখোমুখি অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেছেন। রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু, রংপুর মহানগর সহ-সভাপতি অ্যাডভোকেট খাইরুল ইসলাম বাপ্পি, মোখলেছুর রহমান।
জনগনের মুখোমুখি অনুষ্ঠানের শুরুতে প্রতিদ্বন্ধী ৯জন মেয়র প্রার্থীর পরিচয় পর্ব শেষে তাদের পরিবার, জীবিকার উৎস, সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব, নগদ-জমা-ব্যাংকের হিসাব নেয়া হয়, যা তথ্যবলী আকারে প্রকাশ করা হয়। এরপর জনগনের পক্ষ্য থেকে প্রশ্নের জবাব দেন মেয়র প্রার্থীগণ।
এ সময় মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (জাতীয় পার্টি), হোসনে আরা লুৎফা ডালিয়া (আওয়ামী লীগ), আমিরুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), তৌহিদুল ইসলাম রাজু (খেলাফত মজলিশ), লতিফুর রহমান মিলন (স্বতন্ত্র), মেহেদী হাসান বনি (স্বতন্ত্র), খোরশেদ আলম (জাকের পার্টি), শফিয়ার রহমান (বাসদ), আবু রায়হান (বাংলাদেশ কংগ্রেস) সহ ৯ প্রার্থীর সকলেই উপস্থিত ছিলেন।
বদিউল আলম বলেন, এটা একটা যন্ত্র, তাকে যা ইনপুট দেওয়া হবে তার ফলাফল সে প্রদর্শন করবে। তবে এর পেছনে যারা থাকে তারাই তো দুষ্কর্মগুলো করে থাকে। আমরা মনে করি ইভিএম দিয়ে কখনোই সুষ্ঠু ভোট সম্ভব নয়। ইভিএম এমন একটি যন্ত্র যা দিয়ে পক্ষপাত মূলক যেকোনো কর্মকান্ড করা যায় এবং আমরা বরাবরই ইভিএমের বিপক্ষে। কারণ এই মেসিন দিয়ে একটি পক্ষকে নির্বাচনে জেতানো সম্ভব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, সরকারে যারা আছে তারাই এক সময় আমাদের বাহবা দিয়েছে। বলেছে, সুজন ভালো সংগঠন, আমরা নিরপেক্ষ সংগঠন। কিন্তু যখন আমরা তাদের বিরুদ্ধে নানা রকমের দুর্নীতি ও অনিয়মের সুস্পষ্ট অভিযোগ তুলে ধরেছি। তখন তারা আমাদের বিরুদ্ধে চলে গেছে। আসলে এটা আমাদের দেশের একটা সংস্কৃতি হয়ে গেছে।
আমরা নিজের দুর্বলতা প্রকাশ করতে চাই না। নিজের দুর্বলতাটাকে অন্যের ওপর চাপিয়ে দেই। আমরা কোনো দলের পক্ষে নই। আমরা জনগণের পক্ষে আমরা ভোটারদের পক্ষে। রংপুর সিটি করর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জ্যোতিষী নই। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে জ্যোতিষী হতে হবে। জনগণ চাচ্ছে এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হোক। যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন। তারা নিরপেক্ষভাবে সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের আশা।
এএজেড