ভোটারদের দুয়ারে-দুয়ারে রসিক মেয়র প্রার্থীরা
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে রংপুর পরিণত হয়েছে এখন ভোটের উৎসবের নগরী। ২০৫ বর্গকিলোমিটার আয়তনের রংপুর নগরীতে সর্বত্র এখন ভোটের উৎসব। ভোট চেয়ে ছুটে চলছেন জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়াসহ ৯ মেয়র প্রার্থী সর্মথক এবং কর্মীদের সাথে নিয়ে তাঁরা রাত-দিন ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন।
কখনো পায়ে হেঁটে, রিকশায়, মোটরসাইকেলে চেপে প্রচার-প্রচারণা আর গণসংযোগে অংশ নিচ্ছেন প্রার্থীরা। রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারনায় ৩৩ টি ওয়ার্ডের সর্বত্র ভোট চেয়ে মাইকিংয়ে মুখরিত করে রেখেছেন প্রার্থীরা। মেয়র প্রার্থীরা ছাড়াও ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলরদের ভোটযুদ্ধ শুরু হয়েছে। সাদা কালো পোস্টারে ভরে গেছে পুরো নগরী।
প্রার্থীরা দিনের প্রচারণা শুরু করে লিফলেট নিয়ে বিভিন্ন এলাকায় উন্নয়নের বার্তা নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বোরগোড়ায়। গণসংযোগ ও নির্বাচনী পথসভায় শত-শত নেতাকর্মীরা সঙ্গ দিচ্ছেন। জাপা মোস্তফা গতকাল সোমবার নগরীর হাজিরহাট এলাকায় হেঁটে হেঁটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছেন।
এসময় ভোটারদের হাতে লিফলেট দিয়ে লাঙ্গল মার্কায় ভোট চান তিনি। সাথে প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্র সমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ সহ জাপার সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
জাপার মেয়র প্রার্থী মোস্তফা বলেন, আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণা করছি এবং জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি গত পাঁচ বছর ধরে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার খাতা এখন জনগণের হাতে। তারাই আমাকে এখন নাম্বার দেবে। আমরা জনগণের কাছে যাচ্ছি প্রচার-প্রচারণা চালাচ্ছি একটি উৎসবমূখর নির্বাচন করতে আমরা আমাদের কাজ করে যাচ্ছি জনগণ যদি ভোট দেন নির্বাচিত হব না দিলে হবে না। জনগনের ভোটের রায়ের উপর আমার শত ভাগ আস্থা আছে। তিনি নগরীর সিওবাজার,কেল্লাবন্দ এলাকায় এলাকায় গনসংযোগে এসে ভোটারদের এসব কথা বলেন।
রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মেয়র প্রার্থী এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, আমি মেয়র নির্বাচিত হলে একটি আধুনিক রংপুর সিটি করর্পোরেশন গড়বো।এই আশা নিয়ে নগরবাসী এবার আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন। গতকাল সোমবার নগরীর বাহার কাছনা, চান্দকুঠি,সাতবাজার, সাহেবগঞ্জ,হারাগাছ এলাকায় এলাকায় গনসংযোগে এসে ভোটারদের এসব কথা বলেন ।
মেয়র প্রর্থী ডালিয়া বলেন, দেশের অন্যান্য সিটি করর্পোরেশনের উন্নয়নের দিক থেকে রংপুর সিটি করর্পোরেশন অনেক পিছিয়ে আছে। তাই পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক সিটি করর্পোরেশন গড়ার স্বার্থে নৌকায় ভোট প্রর্থনা করছি নগরীরর ভোটারদের কাছে। গনসংযোগ কালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত আরা বর্না সহ নেতৃবৃন্দ।
রংপুরের সিটিকর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) প্রার্থী শফিয়ার রহমান (মশাল), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু (দেয়াল ঘড়ি), জাকের পার্টির খোরশেদ আলম (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হাতি) ও ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলনসহ (হাতি) মেয়র পদে ৯ জন, ১১ সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ৬৭ জন এবং কাউন্সিলর পদে ১৭৯ জনসহ মোট ২৫৫ প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। আগামী ২৭ ডিসেম্বর-২২ অনুষ্ঠিত হবে ভোট। এবার সিটি কর্পোরেশনে মোট চার লাখ ৩১ হাজার ৪৭১ জন ভোটার তাঁদের ভোটাধিকার ইভিএম মেসিনের মাধ্যমে প্রয়োগ করবেন।
এএজেড