কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে পড়ছে ঘন কুয়াশা। কুয়াশায় ঢাকা পড়েছে চারিদিক। ফলে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সড়কে।
এদিকে গত এক সপ্তাহ ধরে শহরসহ গ্রামীণ জনপদগুলোতে কুয়াশা আর ঠাণ্ডার তীব্রতা বাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় সব থেকে বিপাকে পড়েছে শিশু-মধ্য বয়সীরা। অন্য বছরগুলোর চেয়ে এ বছর আগেভাগেই বিশেষ করে শরৎ ও মেহন্ত কালে শীতের আগমনী বার্তা দেখা দেওয়ায় শীতের তীব্রতা বেড়েছে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বৃদ্ধদের মাঝে দেখা দিয়েছে শীতজনিত রোগ। জীবিকার সন্ধানে তীব্র শীত ও ঠাণ্ডার মাঝেও ঘর থেকে বের হয়েছেন দিন মজুর ও খেটে খাওয়া মানুষগুলো।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর মিয়া জানান, দিন দিন এ জেলার তাপমাত্রা নেমে যাবে, বাড়বে শীতের তীব্রতা। আজ বুধবার সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস।
এসআইএইচ
