'দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে'

রংপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে বেআইনীভাবে হত্যা, গুম, নির্যাতনের প্রতিকার করা হবে। বিএনপির সামনে একটাই লক্ষ্য, সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। বুধবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে সারাদেশে পুলিশের মিথ্যা মামলা, গায়েবী মামলা, পুলিশী নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে রংপুরের মানুষ প্রমাণ করেছে তারা এ সরকারের সঙ্গে নেই। আওয়ামী লীগ সরকার যত চাপ-বল প্রয়োগ করুক, ইতিহাস সাক্ষী রয়েছে, মামলা-মোকদ্দমা দিয়ে গণতন্ত্রের জয় যাত্রাকে ব্যহত করা যায় না। দেশের মানুষ রক্ত দিতে শিখেছে। তারা জয় অর্জন করেই বাড়ি ফিরবে।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম। সমাবেশে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশী বাঁধা এড়িয়ে দলীয় কার্যালয়ের বাহিরে সড়কে সমাবেশ করতে বিকেলে ট্রাকে মঞ্চ সাজিয়ে আনা হয়। কিন্তু পুলিশী বাঁধায় সেই ট্রাকে থাকা মঞ্চকে দলীয় কার্যালয়ের গলিতে নিয়ে যেতে হয়। পরে সেখানেই সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।
এএজেড
