গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাসুদ রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট নামক শীতবস্ত্রের বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত মাসুদ রহমান কোচাশহর ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আবু রায়হান খট্টুর ছেলে।
কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ বিষয়টি নিশ্চিত করেন।
ওই বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে ব্যবসায়ী মাসুদ রহমান বাজার মসজিদের কাছে গেলে অন্ধকারে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার গলায় ছুরি চালিয়ে তাকে আহত করে। এসময় তিনি চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে রাস্তায় লুটিয়ে পড়েন। বাজারের লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থা গুরুতর হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠানো হয়। বগুড়ায় পৌঁছানোর আগেই রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, মরদেহ থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসজি
