সাদুল্লাপুরে ইউপি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ আগামীকাল সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রবিবার (২৭ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর ঘোষিত তফসিল অনুয়ায়ী সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। এতে ১৪ জন চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ১৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছিলেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে জামালপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ অন্যান্য পদে আরও ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমানে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য ১২৭ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৪ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে প্রচার শেষ হয়েছে। এখন প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আগামীকাল সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ওই তিন ইউনিয়নের ৬৮ হাজার ২৪৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৩৩ হাজার ২৫৮ ও নারী ভোটার রয়েছে ৩৪ হাজার ৯৯০ জন। ২৯ কেন্দ্রের ২২৯ কক্ষে (বুথ) ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
সারাদেশে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি সাদুল্লাপুর উপজেলার ১১ ইউপির মধ্যে ৮টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সাদুল্লাপুর পৌরসভা গঠনের জটিলতায় পিছিয়ে ছিল জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ। এরপর গত ১৫ জুন ওই তিন ইউনিয়নের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সময় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার পর এই তফসিলটি বাতিল করে সংশ্লিষ্টরা। আবারও ২০ অক্টোবর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই তফসিল অনুযায়ী আগামীকাল ২৮ নভেম্বর তিন ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এসএন
