বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনা মেনে নিতে পারছেন না স্বজনরা। স্থানীয়দের অভিযোগ, বাসের বেপরোয়া গতিই মৃত্যুর কারণ। রবিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মাসুদুর রহমান মোটরসাইকেলযোগে স্ত্রীকে সঙ্গে নিয়ে কন্যা সন্তানকে লক্ষীপুর এলাকার মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়্যাহ আস সালাফিয়্যাহ মাদ্রাসায় পৌঁছে দিতে যায়। এ সময় অপরদিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা হানিফ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মাসুদুর রহমানের স্ত্রী হামিদা বেগম মারা যান। পরে স্থানীয়রা মাসুদুর রহমান ও তার ১৩ বছরের মেয়ে মেহের নিগারকে গুরুতর আহতাবস্থায় জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মারা যান বাবা-মেয়ে দুজনেই। এ ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয়রা।
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যুর কথা নিশ্চত করেছেন রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান।
এদিকে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনকে হারানোর ঘটনায় বাঁধভাঙ্গা কান্না করছেন নিহতের স্বজনরা। স্বজন হারানোয় বেদনায় হাসপাতালের পরিবেশ মুহূর্তেই ভারি হয়ে উঠে।
