কুড়িগ্রাম সীমান্তে বিজিবির টহল জোরদার

ঢাকার চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে মুত্যুদন্ড প্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম সীমান্ত জুড়ে লালমনিরহাট ১৫ বিজিবি বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকায় থানা পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ণের অধিনায়ক লে:কর্নেল এস এম তৌহিদুল আলম ও লে.কর্ণেল মো. আব্দুল মোত্তাকিন।
মুত্যুদণ্ড প্রাপ্ত দুই জঙ্গি যাতে পালিয়ে দেশ ত্যাগ করতে না পারে এ কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুড়িগ্রাম জেলার ২৩৬ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবি'র ২৪ ঘন্টা টহল বাড়ানো হয়েছে।
বুধবার জেলা ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি এলাকার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, সীমান্ত এলাকাগুলোতে বিজিবির অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সীমান্তে বিজিবির টহল জোরদার চলমান থাকবে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি গোটা ফুলবাড়ী উপজেলায় পুলিশের সার্বক্ষণিক টহলসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি উপজেলার গোটা সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং বিশেষ বিশেষ স্থানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও ভারতীয় বিএসএফের সাথে আমাদের বিজিবির যৌথটহলও অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম জানান, কুড়িগ্রাম সীমান্ত জুড়ে বিজিবি ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকাগুলো দিয়ে কোন ভাবেই যেন দুষ্কৃতিকারীরা সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য আমরা ২২ বিজিবির পক্ষ থেকে জন প্রতিনিধিসহ সচেতন মহলের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করছি।
এএজেড
