ভুয়া ভোটার তালিকা, ইউএনওসহ শোকজ ৪

ঠাকুরগাঁওয়ে ভুয়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন ও আদালত অবমাননার অভিযোগে রাণীশংকৈল ইউএনও সহ চার জনকে শোকজ করেছে আদালত। সোমবার (২৪ অক্টোবর) ঠাকুরগাঁও আদালত এ আদেশ দেন।
জানা যায়, রাণীশংকৈল উপজেলার চাপোড় পারর্বতীপুর দাখিল মাদ্রাসায় ২৩৬ জন ভুয়া ভোটার তালিকা অনুমোদন করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলীকে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেয় এডহোক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।
মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার রমজান আলী তার নিঃসন্তান ভ্রাতা মোজাম্মেল হককে ভোটার ও আনিকুল ইসলামের ৭ম শ্রেণী পড়ুয়া মেয়ে থাকা সত্তেও ভোটার না করায় গত ১০ অক্টোবর মাদ্রাসা সুপার রমজান আলী সহ ৬ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সহকারি জজ আদালতে মামলা করেন আনিকুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী বিরুদ্ধে সমন জারি করেন।
অন্যদিকে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২৪ অক্টোবর প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন করায় আদালত তাদের শোকজ করেন। নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে কারনদর্শনার জন্য ভারপ্রাপ্ত সুপার রমজান আলী, এডহোক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি হাকিম, প্রিজাইডিং কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলীকে শোকজ করেন।
এ ব্যাপারে আনিকুল ইসলাম জানায়, চাপোড় পারব্বর্তীপুর মাদ্রাসায় ৩০-৪০ জন শিক্ষার্থী রয়েছে। ২৩৬ জন ভোটার কিভাবে হলো তা আমাকে হতবাক করেছে। নিয়োগ বানিজ্য করবেন বলেই মাদ্রাসা সুপার কৌশলে তার মনোনীত লোকদের ম্যানেজিং কমিটিতে নিয়ে এসেছেন। এছাড়াও মাদ্রাসা স্থাপনের ক্ষেত্রে ১৫০শতক জমি থাকার নিয়ম থাকলেও সেখানে রয়েছে মাত্র ৪০ শতক জমি।
এ বিষয়ে মাদ্রসা সুপার রমজান আলীর সাথে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজী হননি। অভিযোগ প্রসঙ্গে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির মোবাইল ফোনে বলেন, নিঃসন্তানরা কিভাবে ভোটার হলো তা তদন্ত করা হচ্ছে। তবে আদালতের বিষয়টি তিনি এড়িয়ে যান।
এএজেড
