বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মিলছে না খাবার
রংপুরে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে খাবারের জন্য হোটেল-রেস্তোরাঁয় ভিড় করছেন নেতা-কর্মী-সমর্থকরা। তবে চাহিদা বেশি থাকায় অপেক্ষা করেও মিলছে না খাবার। দোকান মালিকরা বলছেন, প্রস্তুত খাবারের তুলনায় চার গুণ মানুষ ভিড় করছে। সেজন্য মুহূর্তেই খাবার শেষ হয়ে যাচ্ছে।
আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে নগরীর মেডিকেল মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি, সিটি বাজার, ধাপ সিটি বাজার, রাধাবল্লভ, কাচারীসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, হোটেল ও রেস্তোরাগুলোয় মানুষের উপচে পড়া ভিড়। কারিগররা খাবার তৈরিতে ব্যস্ত। ছোট ছোট চায়ের দোকানগুলোতে ফুরিয়ে যাচ্ছে রুটি, বিস্কুট, কেক।
সুমন ইসলাম বলেন, ‘১০টা দোকান ঘুরলাম, কোথাও খাবার নাই কোথাও আবার অনেক ভিড়। আমরা যে শুকনো খাবার নিয়ে এসেছিলাম তা শেষ। এখন না খেয়েই সমাবেশ সফল করতে হবে।’
স্থানীয় তরিকুল ইসলাম নামে এক হোটেল মালিক বলেন, ‘যে তুলনায় মানুষ খেতে আসছে সেই হিসাবে আমরা খাবার প্রস্তুত করতে পারছি না। সমাবেশ হলে এমন পরিস্থিতি তৈরি হয়। আশপাশের হোটেলগুলোতেও একই অবস্থা।’
সিটি ধাপ বাজার এলাকায় সমাবেশে ঠাকুরগাঁও সদর থেকে এসেছেন তিন বন্ধু মনসুর, সরিফুল, জয়নাল। রংপুরে পৌঁছেছেন শুক্রবার রাত ২টায়। তারা জানান, রাতে মুড়ি খেয়ে মাঠে তাবুতে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে খাবার খুঁজতে ধাপ সিটি বাজার এলাকায় এসে একটি হোটেলে দুই প্লেট ভাত পেয়েছেন। তা তিনজনে ভাগ করে খেয়েছেন।
এদিকে দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই পূর্ণ হয়ে গেছে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মাঠের সমাবেশ স্থল। সকাল থেকে বিভিন্ন মিছিলের মাধ্যমে দলটির নেতা-কর্মীরা সমাবেশ স্থলে অবস্থান নিয়েছেন। পরিবহন ধর্মঘট থাকলেও হেঁটে দলবল নিয়ে শত শত ব্যাটারিচালিত অটোরিকশায়, মোটরসাইকেলে, ভ্যানে করে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন তারা।
অন্যদিকে রংপুরে বিএনপির সমাবেশের আগেই শুক্রবার থেকে দুই দিনব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক সমিতি। এ কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়লেও বিএনপি কর্মীরা দলেবলে নানা উপায়ে সমাবেশ স্থলে আসেন। পথে তাদের কোথাও কোনো বাধা দেওয়া হয়নি বলেও জানান তারা।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে বিএনপি দেশের প্রতিটি বিভাগীয় শহরে গণসমাবেশ করছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির চতুর্থ গণসমাবেশ হচ্ছে। এর আগে গত ৮ অক্টোবর চট্টগ্রামে, ১৫ অক্টোবর ময়মনসিংহে ও ২২ অক্টোবর খুলনায় সমাবেশ করেছে দলটি।