পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আসাদুজ্জামান রাকিব (২৮) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় পঞ্চগড়-আটোয়ারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাকিব জেলার আটোয়ারী উপজেলার বোনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের বাসায় ফিরছিলেন। এ সময় তিনি উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আটোয়ারীগামী একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে পথিমধ্যে তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনার পরপরই চালক ঘাতক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে যান।
এ বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হ্যামলেট বর্মন বলেন, ঘাতক ট্রাক্টরটি সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দায়ের করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।
এসআইএইচ
