কুয়াশার চাদরে ঢাকা পুরো হিলি

সারাদেশে শীত পড়তে আরো কিছুদিন বাকি থাকলেও দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে খানিকটা আগেভাগেই পড়তে শুরু করেছে কুয়াশা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো হিলি এলাকা। এতে করে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো হিলি এলাকা। সকাল থেকে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা আর দুপুর ১২টার পর রোদের দেখা মিললেও আকাশ কুয়াশাচ্ছন্ন রয়েছে। এতে করে সকাল বেলা সড়কে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। এদিকে তাপমাত্রা কমতে শুরু করায় শীত অনুভুত হতে শুরু করেছে।
পথচারী তোফাজ্জল হোসেন বলেন, সকালে নাতিকে স্কুলে পৌঁছে দিতে বের হয়ে দেখি প্রচণ্ড কুয়াশা ঝড়ছে। কিছুদিন ধরেই হিলিতে কুয়াশা পড়ছিল কিন্তু এমন কুয়াশা এই বছরের মধ্যে সবচেয়ে বেশী। কুয়াশার কারণে দিনের বেলাতেও মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে চালাতে হয়েছে। এছাড়া কয়েকদিন পুর্বে সকালে ও সন্ধ্যার পর কিছুটা শীত অনুভত হলেও আজ দিনের বেলাতেও কিছুটা শীত অনুভুত হচ্ছে।
রাজমিস্ত্রির সহকারি বাসন্তি রানী বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছি। কিন্তু সকালের দিকে এত পরিমাণ কুয়াশা পড়ছিল যে সড়কে ভ্যান রিক্সাও পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ভ্যান পেয়ে কাজে আসতে হয়েছে, যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল, যার কারণে কিছুটা ঠাণ্ডা অনুভূত হচ্ছিল।
ভ্যানচালক খালেদ হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় সকাল ৬টার পর ভ্যান নিয়ে বের হয়েছি। কিন্তু বের হয়ে সড়কের যে অবস্থা তাতে করে মনে হচ্ছিল যে সকাল এখনো হয়নি। এত পরিমাণ কুয়াশা ঝড়ছিল যে সামনে কিছু দেখা যাচ্ছিল না। যার কারণে লাইট জ্বালিয়ে ভ্যান চালাতে হয়েছিল। আর কুয়াশার কারণে সড়কে মানুষের উপস্থিতি কমে গিয়েছিল, যার কারণে যাত্রী পাওয়া যাচ্ছিল না। এতে করে আয় রোজগার কমে গিয়েছে। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিস্কার হয়ে যায়। তারপরও কুয়াশাচ্ছন্ন ভাব রয়েছে।
এ ব্যাপারে আবহওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, আবহাওয়ার পূর্বাভাস ছিল যে অক্টোবর মাসে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং নভেম্বর মাসের শুরুতে তাপমাত্রা কমতে শুরু করবে। সেই সঙ্গে লঘুচাপ ও বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। ইতিমধ্যেই সেই লঘুচাপ হয়ে গেছে ও বৃষ্টিপাত হয়েছে যার কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। এখন থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে শুরু করবে। আজ বেশ কুয়াশা লক্ষ করা গেছে। দিনাজপুরে এ বছরের মধ্যে সর্বনিন্ম তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এসআইএইচ
