৩০ ফুট কূপের গভীরে আটকে পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

রংপুরের বদরগঞ্জে টয়লেটের কূপ খনন করতে গিয়ে বালু ধসে মাটির ৩০ ফুট গভীরে পড়ে যান এক শ্রমিক। এ সময় মাটির নিচে গলা পর্যন্ত আটকে যান তিনি। এরপর টানা ১০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান শেষে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার (২২ অক্টোবর) বিকাল ৩টার দিকে বদরগঞ্জ পৌরসভার বালুয়া ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই দিন রাত ১২টা ৫৬ মিনিটে তাকে উদ্ধার করা হয়।
আটকে পড়া নির্মাণ শ্রমিকের নাম আবু হাসান (২৮)। তিনি বদরগঞ্জ পৌর এলাকার শাহাপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাশপিয়া তাসরিন জানান, দুর্ঘটনার সংবাদ জানার পর থেকে কূপে আটকে থাকা শ্রমিককে উদ্ধারে সব চেষ্টাই আমরা করেছি। আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, বালু ধসে মাটির নিচে আটকে পড়েছিল নির্মাণ শ্রমিক আবু হাসান। আমরা তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করেছি। সনাতন পদ্ধতি অবলম্বন করায় প্রায় নয়-থেকে ১০ ঘণ্টা সময় লাগলেও উদ্ধার অভিযান সফল হয়েছে। এ অভিযানে ফায়ার সার্ভিসের রংপুর ও বদরগঞ্জের তিনটি ইউনিট কাজ করেছে।
এসআইএইচ
