'নির্বাচনে আওয়ামী লীগের হারের কারণ আওয়ামী লীগই'

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হারের কারণ আওয়ামী লীগই বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন পরিচাললনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক। তিনি আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে জেলা পরিষদ নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা টাকার কাছে হেরেছি। জেলা আওয়ামী লীগের নেতারা অনেকে দিনে আওয়ামী লীগ প্রার্থী আবু তোয়বুর রহমানের মোটরসাইকেল মার্কার পক্ষে এবং রাতে জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি আব্দুল হান্নান শেখের চশমা মার্কার হয়ে কাজ করেছেন। টাকার কাছে তারা বিক্রি হয়েছেন।
তিনি আরও বলেন, পঞ্চগড়ে শেখ হাসিনার আওয়ামী লীগ চলেনা। এখানে চলে সুজন লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী সুজন ও সাধারণ সম্পাদক সম্রাট এবং তাদের যে হ্যান্ড গুলো আছে বিগত নির্বাচনে তারা আমাকে পরাজিত করেছে। ঠিকই একই কায়দায় এবার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমানকে পরাজিত করেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসব নেতাদের মনোনয়ন না দিতে দলের সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি। সংবাদ সম্মেলনে গণমাধ্যেম কর্মীরা উপস্থিত ছিলেন।
এএজেড
