এক ঘণ্টার প্রতীকী মেয়র হলেন কলেজছাত্রী
নারী নেতৃত্ব তৈরি করতে শিশুদের আগে থেকেই শিক্ষা দেওয়া উচিত। শিশুরা সমান সূযোগ পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন। জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে গার্লস টেকওভার কর্মসূচির আওতায় যুব নারীদের দায়িত্ব পালন ও নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
একজন কন্যা শিশু, কিশোরী অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করবে এমন ধারণা থেকে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এবং প্লান ইন্টারন্যাশনাল এর আয়োজনে পঞ্চগড় পৌরসভার এক ঘণ্টার প্রতীকী মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন নুসরাত জাহান নাইমা নামে এক কলেজছাত্রী। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায়।
সে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের মেয়ে। নাইমা ঢাকা ইমপেরিয়াল কলেজে দ্বাদশ শ্রেনীর ছাত্রী। বুধবার বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পঞ্চগড় পৌরসভায় প্রতীকী মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন নাইমা। এ সময় প্রতীকী মেয়রকে পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন ফুল দিয়ে বরন করার পর মেয়রের চেয়ারে বসিয়ে দেন।
মেয়রের চেয়ারে প্রতীকী মেয়র নাইমা এবং তার পাশে পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বসে নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নানা সমস্যা ও সম্ভাবনা, নারী নেত্বতের বিকাশ ও জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে আলোচনা করা হয়। পরে এক ঘণ্টার জন্য প্রতীকি মেয়র হিসেবে দ্বায়িত্ব পালনকালে পৌরসভার নানা কাজ দেখাশোনা ও বিভিন্ন কাগজপত্রে প্রতীকি সাক্ষর করে।
উল্লেখ্য, ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং প্লান ইন্টারন্যাশনাল বৈশ্বিক কার্যক্রমের অংশ হিসেবে গার্লস টেকওভার কর্মসূচির আওতায় প্রতি বছর কন্যা শিশু দিবস উপলক্ষে কিশোরী ও যুব নারীদের প্রতীকী মেয়র হিসেবে দায়িত্ব পালনের উদ্যোগ গ্রহণ করে তাদের নারী নেতৃত্বের বিকাশ দানের সুযোগ ও নিজেদের দক্ষ করে তোলার চেষ্টা করে।
এএজেড