পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতির উপর হামলা, আহত ৩
পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা ছাত্রলীগ সভাপতি আবু মো নোমান হাসানের উপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে বোদা পৌরসভার শিমুলতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে সেই সময় জেলা ছাত্রলীগের সভাপতিকে বাঁচাতে গিয়ে ছাত্রলীগের ৩ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত ৩ ছাত্রলীগ কর্মীরা হলেন-আসাদুল্লাহ সাগর (২০), রাশেদ আলী (২৩) ও আরিফ হোসেন (২২)। তবে সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলম সুজয়ের অসুস্থ মাকে দেখতে বোদা উপজেলার প্রামাণিক পাড়া এলাকায় যান। পরে সেখান থেকে ফেরার পথে বোদা উপজেলা ছাত্রলীগের অনুমোদনহীন কমিটির সভাপতি রুবায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক আনজাম পিয়ালের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতিকে বাচাঁতে গিয়ে তিন ছাত্রলীগ কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি (অনুমোদনহীন কমিটি) রুবায়েদ হোসেন সবুজ বলেন, আসলে তাদের সঙ্গে দেখা হলে আমরা তাদের সাথে কুশল বিনিময় করি। এ সময় পেছন থেকে কে বা কারা তাদের উপর হামলা করেছে জানি না। পরে তারা পালাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন।
এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নোমানসহ কয়েকজন নাকি ওখানে মিছিল করেছিলেন বলে শুনেছি। পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে জেনেছি। তবে এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ আসেনি আমার কাছে।
এসআইএইচ