নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আদিতমারী উপজেলায় সদস্য প্রার্থী সেলিম হায়দারকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে পোস্টারে বর্তমান সদস্য লিখে প্রচারণা চালানোর দায়ে তাকে জরিমানা আদায় করা হয়। জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ জরিমানা আদায় করেন।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সেলিম হায়দার তার নির্বাচনী পোস্টারে নিজেকে বর্তমান জেলা পরিষদের সদস্য হিসেবে প্রচারণা চালান। এর মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করার দায়ে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।
চলমান জেলা পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় উত্তরের জেলা লালমনিরহাটে জেলা পরিষদ নিবাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ২ টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। কড়া নিরাপত্তায় প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে ৫ উপজেলার ৬ টি কেন্দ্রের ১২ টি বুথে ইভিএমে ভোট গ্রহন করা হয়।
লালমনিরহাট জেলায় পুরুষ সদস্য পদে ১৪জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে ভোটগণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এএজেড
