হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বেড়েছে যাত্রী পারাপার
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাসপোর্টধারী যাত্রী পারাপারের সংখ্যা আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের মধ্যে সনাতন ধর্মাম্বলীর সংখ্যা বেশি। শারদীয় দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, যাত্রীদের আসা-যাওয়াও বাড়ছে।
হিলি ইমিগ্রেশন দিয়ে যাবার সময় ভারতীয় যাত্রী সপন পাল ঢাকা প্রকাশ-কে বলেন, আমরা মহামারি করোনা ভাইরাসের কারণে গত ২ বছর তেমন ভারতে পূজা করতে যায়তে পারি নায় এতে অনেক খারাপ লাগতিছিল, এবার অনেকটা মহামারি কম তাও নিজের সুরক্ষার জন্য মাক্স ও স্বাস্থ্যবিধি মেনে যাচ্ছি। অনেক দিন পর সবার সাথে দেখা হবে পিসি-মাসিদের সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপন করব এতে অনেক আনন্দ লাগছে।
ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রী সুশান্ত কর্মকার ঢাকা প্রকাশ কে বলেন, দুর্গাপূজায় প্রতিবছর ঠাকুমার সঙ্গে পালন করি। এজন্য আসছি এসে অনেক ভালো লাগতিছে। ব্যবসা-বাণিজ্যের জন্য তেমন বাংলাদেশে আসা হয়না। এবার ৮ থেকে ১০ দিন ছুটি পেয়েছি এতে ভালো ভাবে পূজা পালন করবো একই সাথে অনেক সময় পাচ্ছি ঘোরাঘুরি ও করতে পারবো।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর অফিসার ইনচার্জ মো: বদিউজ্জামান ঢাকা প্রকাশ-কে বলেন, হিলি ইমিগ্রেশন দিয়ে গত মাস গুলোতে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন যাত্রীপারাপার হতো। বর্তমানে দুর্গাপূজা উপলক্ষে ৪০০ অধিক যাত্রী পারাপার করতিছে। বর্তমান ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সনাতন ধর্মাম্বলীদের বড় ধর্মীয় উৎসব উপলক্ষে কয়েকদিন ধরে পাসপোর্ট যাত্রী যাতায়াত এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এএজেড