প্রতারণার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
ঠাকুরগাঁওয়ে প্রতারণার অভিযোগে ছেলে রফিকুল ইসলামের (৪১) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা রোকেয়া আক্তার (৬০)। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তিনি।
পরে অভিযোগ আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ রায় আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের আদেশ দেন।
রোকেয়া আক্তার ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া কলোনী পাড়ার মৃত আলহাজ্ব আবু তাহেরের স্ত্রী। আর অভিযুক্ত রফিকুল ইসলাম তার বড় ছেলে।
ভুক্তভোগী রোকেয়া আক্তার বলেন, ২০১৫ সালে আমার স্বামী আলহাজ্ব আবু তাহের মারা যান। মারা যাওয়ার আগে জমি-জমা ও সম্পত্তি দুই ছেলে ও তিন মেয়ের জন্য রেখে যান তিনি। স্বামী মারা যাওয়ার পর থেকেই সন্তানরা আমার ঠিকমতো দেখাশোনা করে না। ২০২১ সালে আমার বড় ছেলে রফিকুল ইসলাম প্রতারণার আশ্রয় নিয়ে বাকি সন্তানদের বাদ দিয়ে একটি ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে। সেখানে নিজেকে একমাত্র সন্তান উল্লেখ করে রফিকুল। এরপর থেকেই রফিকুল আমার ভরণপোষণ দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। কথায় কথায় আমাকে আমার স্বামীর ভিটা থেকে বের করে দেওয়া হয়। বাবার সম্পদের ভাগ নিয়ে ঝামেলা থাকায় অন্যান্য সন্তানরাও মুখ ফিরিয়ে নেয়। তাই উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছি।
রোকেয়া আক্তারের ছোট ছেলে রেজাউল করিম বলেন, আমার বাবা আবু তাহের প্রচুর সম্পদ রেখে গেছেন। আমি ঢাকায় চাকরি করায় তেমন একটা যোগাযোগ রাখতে পারিনি। এখন শুনছি আমার বড় ভাই রফিকুল ইসলাম ভুয়া সনদ বানিয়ে সব সম্পদের মালিকানা নিতে চাইছে। আমার মায়ের কাছে জবাব চাইলে তিনিও কোনো সদুত্তর দিতে পারছেন না।
এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দীক হোসেন ঢাকাপ্রকাশ-কে বলেন, থানা থেকে মামলার তদন্তভার আমাকে দেওয়া হয়েছে। বৃদ্ধা রোকেয়া আক্তারের করা মামলায় রফিকুল ইসলাম পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসজি