নিখোঁজের চার দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের চার দিন পর কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড় ৮টায় নাগেশ্বরী পৌরসভার পয়ড়াডাঙ্গা এলার মসলিয়া বিলের পাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান।
নিহত কৃষকের নাম আব্দুর রাজ্জাক (৩০)। তিনি নাগেশ্বরী উপজেলার বদিজামারপুর গ্রামের কয়ছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে বাড়ি থেকে পাট কাঁটার জন্য বেরিয়ে পড়েন নিহত কৃষক আব্দুর রাজ্জাক। পরে ওইদিন সন্ধ্যা হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। এদিকে পরিবারের লোকজন নিকটতম আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলে নিখোঁজ আব্দুর রাজ্জাককে কোথাও না পেয়ে মঙ্গলবার নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়রি করেন।
এরপর বৃহস্পতিবার(২৮ জুলাই) সন্ধ্যায় নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে সোয়া কিলোমিটার দূরে মসলিয়া বিলের পাড়ে এক নারী হাঁসের বাচ্চা খুঁজতে গিয়ে মাটি চাপায় দেখতে পান একটি মরদেহ এবং ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন মরদেহ দেখতে ছুটে আসেন। এ সময় ওই এলাকায় মরদেহটি দেখতে উৎসুক জনতার ভির জমে। পরে স্থানীয় লোকজনসহ নিহতের পরিবারের স্বজনরা নিখোঁজ আব্দুর রাজ্জাকের লাশ নিশ্চিত করেন। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসআইএইচ