রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন মোহনপুর উপজেলায় এবং একজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মোহনপুরে মারা যাওয়া তিন জন হলেন টোটন (৪০), মোন্তাজ আলী (৪০) এবং জুয়েল (৩৫)। রামেক হাসপাতালে মারা যাওয়া ব্যক্তি আতোয়ার হোসেন (৩৫), যিনি নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামের বাসিন্দা।
মোহনপুরে অ্যালকোহল পান করে অসুস্থ আরও চার জন বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন আকবর আলী (৪৩), ফিরোজ (২৬), পিন্টু (২৫) এবং মোনায়েম (২৫)। জানা গেছে, সাত জন একসঙ্গে অ্যালকোহল পান করেছিলেন।
রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন জানিয়েছেন, আতোয়ারকে বুধবার রাত ১২টা ৮ মিনিটে হাসপাতালে আনা হয় এবং আট মিনিট পর তিনি মারা যান।
মোহনপুর থানার ওসি আবদুল হান্নান জানান, মঙ্গলবার রাতে মোহনপুরের সাত জন অ্যালকোহল পান করেন। এরপর বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন জন মারা যান। বাকি চার জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, টোটন এবং জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। তারাও পান করেছিলেন এবং বাড়িতেই মারা যান। তাদের লাশ স্বজনেরা দাফন করে ফেলেন। তবে মোন্তাজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।