সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ থেকে অবশেষে পিছু হটেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর দৃঢ় প্রতিরোধে এবং উভয় দেশের মধ্যে অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোনো বাহিনীই সীমান্তে স্থাপনা বা কাঁটা তারের বেড়া নির্মাণ করতে পারবে না, যদি না তারা হেড কোয়ার্টারের চিঠি বা অনুমতি পায়।
এর আগে গত ৬ জানুয়ারি থেকে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সোমবার, বিএসএফ সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যার পরিপ্রেক্ষিতে সীমান্তে বিজিবি অতিরিক্ত বাহিনী মোতায়েন করে।
সীমান্তে চলতে থাকা উত্তেজনার পর ৮ জানুয়ারি এক অধিনায়ক পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ একমত হয় যে, বিএসএফ বা বিজিবি নিজ নিজ দেশের হেড কোয়ার্টারের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না।
এদিকে, সীমান্ত এলাকায় বর্তমানে বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে সাধারণ জনগণের জন্য আর কোনো ভয় নেই বলে জানান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. গোলাম কিবরিয়া।