‘দেশের মানুষের কাছে এই মুহূর্তে সংস্কারের চেয়ে নির্বাচন গুরুত্বপূর্ণ’
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত। ছবি: ঢাকাপ্রকাশ
এ দেশের মানুষের কাছে সংস্কারের চেয়ে এই মুহূর্তে নির্বাচন গুরুত্বপূর্ণ। তাই সরকারের উচিত যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ গ্রহণ করা। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন নির্বাচিত সরকারই সেগুলো সংস্কার করবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল হক,এসএম রেজাউল ইসলাম,আমিনুল ইসলাম, মামুনুর রহমান, শফিউল আজম প্রমুখ। এসময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ভোট মানেই এ দেশের মানুষের কাছে উৎসব। ২০০১ সালের পর এই দেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়নি। মানুষ ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। এই মুহূর্তে সংস্কার কিংবা অন্য কোনো ইস্যু নয়, মানুষ আগে ভোট চায়।’