মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ | ১৮ আষাঢ় ১৪৩১
Dhaka Prokash

নওগাঁয় ভারত সীমান্তবর্তী ধানক্ষেতে দেখা মিললো রাসেলস ভাইপার

ধানক্ষেতে দেখা মিললো রাসেলস ভাইপার। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর সাপাহারের আইহাই সীমান্তের একটি ধানক্ষেতে দেখা মিলেছে রাসেলস ভাইপার সাপের। শনিবার (২৯ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার আইহাই ইউনিয়নের বাসিন্দাপাড়া এলাকার কৃষক আশরাফুল জবই বিলের তীরবর্তী গ্রাম আইহাই (ভারত সীমান্তবর্তী) ঘাস কাটতে গেলে দেখতে পান বিষধর রাসেলস ভাইপার সাপ।

আইহাই গ্রামটি ভারত সীমান্ত ঘেঁষা। সাপ উদ্ধারের বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন আইহাই ইউপি চেয়ারম্যান মো. জিয়াউজ্জামান টিটু।

জিয়াউজ্জামান টিটু বলেন, ‘শনিবার দুপুর দুইটার দিকে আইহাই ইউনিয়নের বাসিন্দাপাড়া এলাকার মতিবুলের ছেলে আশরাফুল সীমান্তের দিকে তিনি মাঠে ঘাস কাটতে যান। এ সময় ধানক্ষেতে সাপটি তিনি দেখতে পান। সেসময় তিনি আতঙ্কগ্রস্ত হলে লাঠির আঘাত করেন। পরবর্তীতে আশরাফুল সাপটি বস্তাবন্দি করে নিজ বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনার পরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

এ প্রসঙ্গে ঢাকাপ্রকাশের কথা হয় স্থানীয় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজের সাথে। তিনি বলেন, ‘আজ সন্ধ্যার কিছু আগে জানতে পারি সাপাহার জবই বিলের তীরবর্তী গ্রাম আইহাই (ভারত সীমান্তবর্তী) তে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করে বস্তাবন্দি করে রাখা হয়েছে। সাপটি উদ্ধারে রওনা হওয়ার পূর্বেই গ্রামবাসী পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। গত ২০১৮ সালে জবই বিল তীরবর্তী মুংরইল গ্রাম থেকে এক কৃষক রাসেলস ভাইপার সাপকে অজগরের বাচ্চা ভেবে কলসে রাখে,পরবর্তীতে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা দ্বারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগে জনসচেতনতা বৃদ্ধিতে হস্তান্তর করা হয়।’

তিনি আরোও বলেন, ‘সাপাহার উপজেলার জবই বিল ও পূর্ণভবা নদী পদ্মা নদীর সাথে সংযোগ স্থাপনকারী বিধায় নদী ও বিল তীরবর্তী অঞ্চলে এ সাপের বিস্তার অনেক আগে থেকে লক্ষ করা গেছে। সাপটিকে স্থানীয় ভাষায় (বোরা) যা চন্দ্র বোড়া। সাপটির আচরণ নিরীহ। তাকে অযাচিত ডিস্টার্ব করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।’

Header Ad

ঘুমের কারণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তাসকিন!

তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

দাপটের সঙ্গে খেলেই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয় টাইগাররা। তবে সেখানে পুরাই ব্যর্থ ছিল বাংলাদেশ দল। সুপার এইটে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুইজন পেসার নিয়ে মাঠে নামে হাথুরুসিংহের শিষ্যরা। যেখানে অনুপস্থিত ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ও সহ-অধিনায়ক তাসকিন আহমেদ।

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে একাদশে তাসকিন আহমেদের মতো দ্রুতগতির বোলার না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। সেসময় বিস্তারিত কিছু না জানা গেলেও সম্প্রতি চাঞ্চল্যকর এক খবর সামনে এসেছে। গণমাধ্যমে দাবি করা হয়, ম্যাচের দিন বেশ দেরিতে ঘুম থেকে উঠায় টিম বাস মিস করেছেন টাইগার তারকা এই পেসার। যে কারণে পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম টাইগার্স!

টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাসকিন নিজের ভুলের জন্য নাকি সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকবাজ'কে নিশ্চিত করেছেন এই খবর।

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুই পেসার নিয়ে একাদশ সাজানো এবং তাসকিনের বাদ পড়া নিয়ে সে সময় অনেকের কাছেই খটকা লেগেছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হঠাৎ কি এমন হলো, যার কারণ তাসকিন খেলছেন না।

উল্লেখ্য, ওই ম্যাচে তার তার পরিবর্তে দলে সুযোগ পান জাকের আলি অনিক। তারকা পেসারকে বসিয়ে রেখে বাড়তি ব্যাটার নিয়ে খেলার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়।

আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট সময়ে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয়। তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাকে রেখেই ছেড়ে দেওয়া হয় টিম বাস। একজন স্টাফকে দায়িত্ব দেওয়া হয় তাসকিনকে মাঠে নিয়ে যেতে। পরে তিনিই এই পেসার নিয়ে মাঠে যান। তবে একাদশে আর রাখা হয়নি বাংলাদেশ দলের সহ-অধিনায়ককে। তবে একাদশে আর রাখা হয়নি বাংলাদেশ দলের সহ-অধিনায়ককে।

গুঞ্জন আছে, চন্ডিকা হাথুরুসিংহে নাকি তাসকিনকে একাদশে রাখতে রাজি হননি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ওই কর্মকর্তা তেমনটা মানতে নারাজ।

তিনি বলেন, ‘এটা সত্য যে, টিম বাস মিস করার পরও তাসকিন পরে দলের সঙ্গে যোগ দেয়। তবে সে কেন খেলেনি, সেটি কোচ বলতে পারবেন। হেড কোচই ভালো বলতে পারবেন, তাসকিন কি ওই ম্যাচে তার পরিকল্পনায় ছিল কিনা।’

বিসিবির ওই কর্তা যোগ করেন, ‘যদি কোনো ঝামেলা থাকতো (কোচ ও খেলোয়াড়ের), তবে তো আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে সে (তাসকিন) খেলতো না। সে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে। যে কারও এমন হতেই পারে। এটা ইস্যু বানানোর মতো কিছু নয়।’

এই বিষয়ে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ায় যোগাযোগ করা যায়নি তাসকিনের সঙ্গে।

ছাত্রলীগ নেতার পরীক্ষায় প্রক্সি দিতে এসে কাউন্সিলর পুত্র আটক

ছাত্রলীগ নেতা মো. শহীদুজ্জামান বিল্পব ও আটক শামীম আহম্মেদ তুষার। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস চতুর্থ বর্ষের পরিক্ষায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের প্রক্সি দেওয়ার অপরাধে এক ভুয়া পরীক্ষার্থীকে আটকের পর এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুলাই) চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে গোপন সংবাদের ভিত্তিতে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। টানা ৮দিন প্রক্সি দেওয়ার পর নবমতম পরীক্ষার দিনে জেলা প্রশাসনের হস্তক্ষেপে শনাক্ত হয় ওই ভুয়া পরীক্ষার্থী। অভিযোগ উঠেছে, কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলারও।

দণ্ডপ্রাপ্ত শামীম আহম্মেদ তুষার জীবননগর পৌর এলাকার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইসলামপুর গ্রামের মো. খোকনের পুত্র এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র।

ছাত্রলীগ নেতা মো. শহীদুজ্জামান বিল্পব। ছবি: ঢাকাপ্রকাশ

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গ্রহণের কেন্দ্র চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে। এই কেন্দ্রে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন। এ পরিক্ষায় অংশ নেয় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান। মো. শহীদুজ্জামান বিল্পবের পিতাও কাউন্সিলর। মো. শহীদুজ্জামান বিল্পব পিতা আবুল কাশেম জীবননগর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর। শহীদুজ্জামান বিল্পবের অনার্স চতুর্থ বর্ষের রোল নং ২০২৮১৭৭ ও নিবন্ধন নং ১৮২১৫০৩৯৪২৬। কিন্তু তার পরিবর্তে আগের টানা আটটি পরীক্ষাসহ সোমবারে অনুষ্ঠিতব্য পরীক্ষাটিও দিচ্ছিলেন ভুয়া পরীক্ষার্থী শামীম আহম্মেদ তুষার।

আটক ভুয়া পরীক্ষার্থী শামীম আহম্মেদ তুষার। ছবি: ঢাকাপ্রকাশ

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে উপস্থিত হন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান নাঈমা। সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৩ ধারা অনুযায়ী ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের জেল প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার সুমাইয়া জাহান নাঈমা বলেন, ‘তাৎক্ষণিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ায় ভুয়া পরীক্ষার্থীকে জেল-জরিমানা করা হয়েছে। আর যিনি প্রকৃত পরীক্ষার্থী তাঁকেও শনাক্ত করা হয়েছে। তাঁর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কলেজ কর্তৃপক্ষ নিবেন।’

তিনি আরও জানান, গোপন খবর পেয়ে আমরা তাকে জিজ্ঞাসা করলে তিনি প্রথমে অস্বীকার করেন। তার কথাও প্রথম দিকে দৃঢ় কণ্ঠে ছিল। পরীক্ষার্থীর পিতার নাম্বার চাওয়া হলে, ভুয়া পরীক্ষার্থী আসল পরীক্ষার্থীর নাম্বার প্রদান করেন। তার সাথে কথা বলেই আরও বেশি সন্দেহ হয়। তিনি যে ওই পরীক্ষার্থীর পিতা নন, সেটি কথা শুনেই স্পষ্ট মনে হচ্ছিলো। তারপর ভালোভাবে জিজ্ঞাসাবাদ করায় দুজনের কথার মিল পাওয়া যায় না। পরবর্তীতে ভুয়া পরীক্ষার্থী স্বীকার করেন। এছাড়াও তার কাছে একটি মুঠোফোনও পাওয়া যায়।

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ বলেন, অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষায় ২১৫ নম্বর কক্ষে ইতিহাস বিভাগের শহীদুজ্জামান নামের এক পরীক্ষার্থীর পক্ষে শামীম আহম্মেদ তুষার নামে একজন প্রক্সি দিচ্ছিলেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা চলাকালে তাকে শনাক্ত করে। এবং ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের সাজা প্রদান করেন। ইতোমধ্যে আমরা কলেজ কর্তৃপক্ষ মূল পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করেছি।

পরীক্ষার হলে পরীক্ষার্থী কীভাবে মুঠোফোন নিয়ে প্রবেশ করলো, এমন প্রশ্নের উত্তরে এই শিক্ষক বলেন, এসব কথা লেখার প্রয়োজন নেই।

তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে আটটি পরীক্ষায় প্রক্সি দেওয়ার ব্যাপারটি ছড়িয়ে পড়লে সরকারি আদর্শ মহিলা কলেজের পরীক্ষা সংক্রান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থীর টানা আটদিন প্রক্সি পরীক্ষা দেয়া এবং নবম দিনে জেলা প্রশাসনের মাধ্যমে শনাক্ত সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে। সচেতন মহলের মানুষ বলছেন, একজন ভুয়া পরীক্ষার্থী নবম দিনে শনাক্ত হচ্ছে, তাও আবার তার কাছে মোবাইল ছিল। কেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশের বিষয়েও প্রশ্ন উঠছে জনমনে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার তীব্র নিন্দা চলছে। দাবি উঠেছে, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার।

তবে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজেরও নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, কলেজের সিনিয়র শিক্ষক এটি জানতেন। তাছাড়া ছাত্রলীগ নেতা সেটাও কলেজের কয়েকজন শিক্ষক জানতেন। তবে ভ্রাম্যমাণ আদালতের সময় এটি কেউ বলেননি।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক (কমিটি নেই) সাধারণ সম্পাদক মো. জানিফ বলেন, শহীদুজ্জামান বিল্পব জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। প্রায় সাত বছর আগে কমিটি হয়েছে। ও পরবর্তীতে বোধহয় চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তি হয়েছে।

জীবননগর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও মো. শহীদুজ্জামান বিপ্লবের পিতা আবুল কাশেম বলেন, আমি অত শিক্ষিত না। আমার ছেলে কি করেছে সেটা আমি জানতাম না। জানলে তো তাকে এই কাজ করতে দিতাম না।

জীবননগর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. খোকন তুষারের পিতা নিশ্চিত করলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনার আরও গভীর তদন্ত হওয়া প্রয়োজন।

ফুলছড়িতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ হোসেন (১৮)। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকার জিন্নাহ সর্দারের ছেলে।

সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের যুবক ফরহাদ হোসেন মাগরিবের নামাজের সময় বাড়ির পাশের পুকুর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে নেয়ার সময় আকাশে বজ্রপাত হতে থাকে। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু বজ্রপাতে ফরহাদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

ঘুমের কারণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তাসকিন!
ছাত্রলীগ নেতার পরীক্ষায় প্রক্সি দিতে এসে কাউন্সিলর পুত্র আটক
ফুলছড়িতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ
ছাগলকাণ্ডে মতিউর-ফয়সালের পর ফাঁসছেন এনবিআরের আরেক কর্মকর্তা
একদিনে যমুনায় পানি বাড়ল ৩৩ সেন্টিমিটার
পায়রার তীরে ভাসছে মাথাবিহীন ২৫ ফুট লম্বা তিমির মরদেহ
চার বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে
আলোচিত ১৫ লাখের সেই ছাগল মিলল সাভারে
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালাল ‘ইসলামিক জিহাদ’
পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎকেন্দ্র
বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স
এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
হত্যাচেষ্টা ও চুরির মামলায় চিত্রনায়িকা ববির জামিন
দুর্নীতিবাজদের জন্য সহানুভূতি নয়: মন্ত্রিপরিষদ সচিব
পদ্মা সেতু পরিচালনায় যুক্ত হচ্ছে নতুন কোম্পানি
বিদেশের কারাগারে বন্দি সাড়ে ১১ হাজার বাংলাদেশি : সংসদে পররাষ্ট্রমন্ত্রী
'আহা ছোট ভাই, আহারে রেকর্ড', কাকে ইঙ্গিত করলেন আরশাদ আদনান?