নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি
নওগাঁ কারাগারে বাদশা প্রামানিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত বাদশা নওগাঁ সদর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।
নওগাঁ কারাগারের জেল সুপার নজরুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৭ সালে বাদশার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় ২০২৩ সালের ১৮ ডিসেম্বর থেকে তিনি কারাগারে বন্দী রয়েছেন। গতকাল শনিবার রাত ৮ টার দিকে হাজতি বাদশা হঠাৎ করে তীব্র বুক ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গতকাল রাত ৯টার দিকে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহত ব্যক্তির স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মৌমিতা জলিল ঢাকাপ্রকাশকে বলেন, গতকাল রাত ৯টার দিকে একজন হাজতিকে হাসপাতালে নেওয়া হয়। বুকের ব্যাথার হিস্ট্রি নিয়ে ওই রোগীকে হাসপাতালে নেওয়া হলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।