জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: হিরো আলম
ছবি: সংগৃহীত
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মাত্র ৮৩৪ ভোটে হেরেছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। জয়ী হন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে অংশ নিয়েছেন হিরো আলম। এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে থাকছেন বর্তমান সংসদ সদস্য, ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এছাড়া ৩ জন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হিরো আলম।
তার কথায়, ‘আমার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা করে যা বুঝেছি, তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এলাকার জনগণ আগামীকাল (রবিবার) ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তাদের মধ্যে অনেক উৎসহ কাজ করছে। আশা করি, তারা সবাই আমার পক্ষেই ভোট দেবে।’
হিরো আলম আরও বলেন, ‘যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তবে আমার জয় নিশ্চিত। আপনারা জানেন, গেল নির্বাচনে জনগণ আমার পক্ষে ভোট দিয়েছে। সেবার অল্পের জন্য জয়ী হতে পারিনি। এবার তাদের মধ্যে আমাকে নিয়ে আস্থা ও বিশ্বাসের জায়গাটা আরও দৃঢ় হয়েছে।’
সঙ্গে যোগ করে হিরো আলম বলেন, ‘আপাতত সব কিছু ঠিক আছে। সব কেন্দ্রে আমার এজেন্ট থাকছে। আর প্রচার-প্রচারণাতেও কোনো ঝামেলা হয়নি। আশা করি, এবার সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ভোটের দিনের পরিকল্পনা সম্পর্কে হিরো আলম বলেন, ‘আগামীকাল সকালে এরুলিয়া ভোটকেন্দ্রে ভোট দিব। এরপর বিভিন্ন ভোটকেন্দ্রে যাওয়ার পরিকল্পনা আছে। এখন আগামীকাল অবস্থা বুঝে পরবর্তী পরিকল্পনা সাজাবো।’