নওগাঁর সর্বজন শ্রদ্ধেয় মজিদ হুজুরের জানাজায় হাজারো মুসল্লির ঢল

শ্রদ্ধেয় মজিদ হুজুরের জানাজায় হাজারো মুসল্লির ঢল। ছবি: সংগৃহীত
হাজারো মুসল্লির উপস্থিতিতে নওগাঁর প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় আলেম এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদের (৮২) জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) বাদ জোহর শহরের নওযোয়ান মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন নওগাঁ ইসলামী মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুস সাত্তার। পরে শহরের চকদেবপাড়া সরকারি কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে নওগাঁ শহরের চকদেবপাড়ার বাসায় দীর্ঘদিন যাবত শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এ ছাড়াও ৫৫ বছরের বেশি সময় ধরে নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম (খতিব) ও শহরের নওযোয়ান ঈদগাহ মাঠে প্রধান ঈদ জামাতের ইমামতি করেছেন তিনি।
আব্দুল মজিদের জানাজা পূর্ব সমাবেশে মরহুমের জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের খতিব, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা।
