বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তিন বন্ধুর ২ জনের মৃত্যু, আরেকজনের অবস্থাও সংকটাপন্ন

নিহত সিয়াম। ছবি: সংগৃহীত

ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মিতুল হোসেনের মৃত্যুর পর অপর সহপাঠী সিয়াম হোসেনও প্রাণ হারিয়েছে। দুইজনেরই বয়স ১৫। সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম হোসেনের মৃত্যু হয়।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম হোসেন ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ড্রেস মেকিং বিভাগের ছাত্র ও নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের ছেলে। এ ছাড়া গুরুতর আহত আরেক সহপাঠি বিশাল হোসেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ৩ বন্ধু মোটরসাইকেলে করে পরীক্ষা দিতে যাচ্ছিলো। পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষে তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এতে ৩ আরোহীর মধ্যে ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র মিতুল হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

সিয়াম ও বিশাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১টার দিকে মারা যায় সিয়াম। চিকিৎসাধীন বিশাল হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক উম্মে হাবিবা জানান, দুর্ঘটনাস্থলেই মিতুল মারা যায়। গুরুতর আহত সিয়ামও রাতে মারা গেছে। আর বিশাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন।

ঈশ্বরদী সরকারি ভোকেশাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারেনট্যান্ট রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনই আমার স্কুলের দশম শ্রেণির ছাত্র। সকালে পরীক্ষা দিতে একই মোটরসাইকেলে তারা ৩ জন আসতেছিলো। বিষয়টি দু:খজনক। স্কুলের পক্ষ পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।

Header Ad
Header Ad

নিলামে উঠছে আওয়ামী লীগ আমলের ৩০ এমপির বিলাসবহুল গাড়ি

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। আগামী ২১ জানুয়ারি এ সংক্রান্ত দরপত্র প্রকাশের প্রস্তুতি চলছে। কাস্টমস কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী শুল্কসহ গাড়িগুলো ছাড়িয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দিলেও এখনো সাড়া পাওয়া যায়নি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের এসব এমপি শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করলেও সংসদ ভেঙে যাওয়ায় সেই সুবিধার শুল্ক আদায় করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, বন্দরের শেড খালি করার নির্দেশনার পর নৌ-উপদেষ্টার চাপের মুখে কাস্টমস কর্তৃপক্ষ সক্রিয় হয়। শেডে থাকা সাবেক ৩০ এমপির গাড়িসহ ১০৩টি গাড়ি ইনভেন্ট্রির পর আমদানিকারকদের নোটিশ দেয় কাস্টমস। এর মধ্যে ৩১টি গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নেওয়া হলেও ৩০ এমপির গাড়িসহ ৭২টি গাড়ি এখনও বন্দরেই রয়েছে।

কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসেন জানান, "৩০ এমপির গাড়িসহ ৭২টি গাড়ির দর নির্ধারণের জন্য শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দর নির্ধারণের পর ২১ জানুয়ারি নিলামের দরপত্র প্রকাশ করা হবে।"

বন্দরে গাড়ি পড়ে থাকার পর নিলামের উদ্যোগ নিলে অনেক আমদানিকারক তড়িঘড়ি করে তাদের ৩১টি গাড়ি ছাড়িয়ে নেন। তবে সাবেক কোনো সংসদ সদস্য এখনো শুল্ক পরিশোধ করে গাড়ি ছাড়েননি।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সহ-সভাপতি ড. হাবিবুর রহমান খান জানান, "অনেক সময় গাড়ি এলেও প্রয়োজনীয় কাগজপত্র বিলম্বে পৌঁছায়। এছাড়া কাস্টমস ক্লিয়ারেন্সেও সময় লাগে। সবকিছু ঠিক হলে আমদানিকারকরা শুল্ক ও জরিমানা পরিশোধ করে গাড়ি ছাড়িয়ে নেন।"

তবে কাগজপত্রের অভাবই একমাত্র কারণ নয় বলে উল্লেখ করেন চট্টগ্রাম কাস্টম হাউজের নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী। তিনি বলেন, "কিছু ক্ষেত্রে কাগজপত্রের জটিলতা এবং মামলা সংক্রান্ত জটিলতার কারণে দেরি হয়। তবে কাস্টমস কর্তৃপক্ষ আন্তরিকভাবে ফলোআপ করলে এসব জটিলতা দ্রুত সমাধান করা সম্ভব।"

কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, নিলামের মাধ্যমে শুল্ক আদায়ের পাশাপাশি বন্দরের শেড খালি করা হবে।

Header Ad
Header Ad

ছয় কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সংস্কার কার্যক্রমে গঠিত ছয়টি কমিশনের কাজের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, "সংস্কারের লক্ষ্যে গঠিত চারটি কমিশনের প্রতিবেদন আমাদের হাতে এসেছে। আরও ছয়টি কমিশন প্রধান কাজের মেয়াদ এক মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তারা প্রধান প্রধান বিষয়গুলো গুরুত্ব দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবেন।"

তিনি আরও জানান, সব রাজনৈতিক দল তাদের মতামত লিখিতভাবে জমা দিয়েছে। কমিশন তা পর্যালোচনা করে প্রাসঙ্গিক সুপারিশ গ্রহণ করেছে। রিপোর্ট ও সামারি আজই কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে।

এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সংস্কার কার্যক্রমের চারটি ধাপের কথা উল্লেখ করে বলেন, "প্রথম ধাপে কমিশনগুলো তাদের সুপারিশ জমা দেবে। দ্বিতীয় ধাপে এ সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে এবং চতুর্থ ধাপে তা বাস্তবায়ন করা হবে।"

তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের ভাষণে বলেছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচন করতে চাইলে তা এ বছরই সম্ভব। তবে আরও গভীর সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কয়েক মাস অতিরিক্ত সময় লাগতে পারে।"

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনে ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা সদস্য হিসেবে রয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, প্রথম ধাপে চারটি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দিয়েছে। দ্বিতীয় ধাপে ঐ সুপারিশমালার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়ন করা হবে এবং চতুর্থ ধাপে বাস্তবায়নের কাজ শুরু হবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। তবে, হস্তান্তর করা চারটি সুপারিশমালায় কিছু পুনরাবৃত্তি ও সংশোধন প্রয়োজন থাকায় কমিশনগুলো ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। এর আগেই সুপারিশ চূড়ান্ত হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আলোচনা শুরু হতে পারে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিলামে উঠছে আওয়ামী লীগ আমলের ৩০ এমপির বিলাসবহুল গাড়ি
ছয় কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত: রিজওয়ানা হাসান
ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন
সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল
বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
অনশনরত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দিলো চার সংস্কার কমিশন
পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
ছাগল মতিউরকে ধরা হয়েছে, অন্যদেরও খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪৫০ মেট্রিক টন চাল আমদানি
সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়ে যা জানা গেল
মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল, সম্পাদক আবু জাফর