বগুড়া কাহালুতে বাড়ি বাড়ি চিঠি দিয়ে চাঁদা দাবি, সন্তান অপহরণের হুমকি

ছবি সংগৃহিত
বগুড়া কাহালুতে চাঁদা দাবি করে প্রায় ৩০০ বাড়ির দরজায় চিঠি লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দিলে শিশুদের অপহরণ করার হুমকি দেওয়া হয়েছে।
গতকাল রাতে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে। আজ সকালে ঘুম থেকে উঠে দরজায় চিঠি দেখতে পান তারা। চাঁদা দাবি করায় গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে যেতে দেননি।
স্থানীয়রা জানান, গ্রামটিতে প্রায় এক হাজার পরিবারের বসবাস। পাঁচ থেকে ১০ বছর বয়সী শিশু আছে প্রায় ৪০০।
চিঠিতে প্রতি পরিবারের কাছে ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। আগামী ৬ অক্টোবরের মধ্যে চাঁদার টাকা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে রেখে আসতে বলা হয়েছে। চাঁদা না দিলে শিশুদের অপহরণ করার হুমকি দেওয়া হয়েছে।
চিঠিতে প্রেরকের নামের জায়গায় লেখা হয়েছে 'শ্যাডো'।
চাঁদা দাবি করা ব্যক্তি কে বা কারা, সেটা খুঁজে অল্প কিছু টাকার জন্য বাচ্চাদের বিপদে না ফেলার ব্যাপারেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে। প্রত্যেককে নিজের টাকার সঙ্গে একটি কাগজে নিজের নাম লিখে স্থাপিত বাক্সে ফেলার ব্যাপারে নির্দেশনাও দিয়েছে দুর্বৃত্ত চক্র।
এসব পোস্টার দেখার পর এলাকার সবাই এখন ছোট ছোট সন্তান নিয়ে ভয়ে আছেন।
ইউপি সদস্য জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'বাইরে থেকে কেউ এসে এ কাজ করার কথা নয়। আতঙ্ক তৈরি করার জন্য স্থানীয় কিছু যুবক এটা করতে পারে।'
এদিক গ্রামের নিরাপত্তা জোরদার করতে ওই গ্রামে পালাক্রমে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। জানান, আতঙ্কিত হওয়ার কারণ নেই।
ঘটনার পর সকালের দিকে বগুড়া জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা ওই এলাকার পরিদর্শন করেছেন। বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, 'এই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। কারা কারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।'
