চেম্বারের আপত্তি নিয়েই নওগাঁয় ক্ষুদ্র-কুটির শিল্প মেলা শুরু
নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন মাঠে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। এদিকে মেলার আয়োজনকে অবৈধ বলছে নওগাঁ শিল্প ও বণিক সমিতি।
বৃহস্পতিবার (২৫ মে) বিকালে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস নামের একটি সংগঠন মাসব্যাপী এ মেলার আয়োজন করছে।
মাসব্যাপী এ মেলায় ৩৫টি স্টলে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র ও কুটির শিল্পের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় আগত দর্শনার্থীদের টিকিট কাউন্টার থেকে ১০ টাকা প্রবেশমূল্য দিয়ে প্রবেশ করতে হবে। তবে উদ্বোধনী দিনে কোনো প্রবেশ মূল্য ছিল না। সবার জন্য উন্মুক্ত ছিল মেলা প্রাঙ্গণ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।
উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শনী স্টল ছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগরদোলাসহ মজার অনেক রাইড রয়েছে। মেলা প্রাঙ্গণে মূল ফটকের পাশেই রয়েছে মনোরম ফোয়ারা। মেলার মধ্যস্থলে তৈরি করা হয়েছে মেলার আয়োজক সংগঠনের কার্যালয়।
মেলায় আসা পণ্যের মধ্যে রয়েছে- ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্পজাত পণ্য, গৃহস্থালি, বৈদ্যুতিক সামগ্রী, জুতা, বাহারি আচার, প্রসাধনী, নারীদের ইমিটেশন গয়না, কুটির শিল্পের পণ্য ইত্যাদি। মেলা প্রাঙ্গণের বাইরে মুক্তির শহীদ মিনার ও জিলা স্কুল সংলগ্ন ফাঁকা স্থানে বসেছে নানান ধরনের খাবারের দোকান।
এদিকে এ মেলার আয়োজনকে অবৈধ বলে দাবি করে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছে নওগাঁ শিল্প ও বণিক সমিতি। গত ২৩ মে জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদন সূত্রে জানা যায়, শহরের মুক্তির মোড়ে নিয়ম বহির্ভূতভাবে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। সেই অনুমতি পেয়ে গ্রাসরুটস মেলার আয়োজন করছে।
নওগাঁ চেম্বার অব কমার্স এর সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘নিয়ম অনুসারে মেলা আয়োজন করতে গেলে অন্তত এক মাস আগে আয়োজককে স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে অনুমতি নিতে হয়। মেলার স্থান বরাদ্দসহ নির্ধারিত ফি জমা দেওয়ার চালান প্রমাণসহ দাখিল করতে হবে। কিন্তু গ্রাসরুটস চেম্বারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। মেলার জন্য নির্ধারিত ফি জমা দেয়নি এবং কোনো প্রকার সুপারিশপত্র গ্রহণ করেনি। যা বাণিজ্য মন্ত্রণালয় পরিপত্রের সঙ্গে সমন্বয়হীন।’
এ বিষয়ে জানতে চাইলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী মর্জিনা লাকি বলেন, ‘জেলা প্রশাসন আমাদের মেলা আয়োজনের অনুমতি দিয়েছেন। বন্ধের কোনো নির্দেশনা দেননি। চেম্বারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন লিখিতভাবে তাদের জবাব দিয়েছে। সেই কাগজ আমাদেরকেও দিয়েছে। সেখানে বলা হয়েছে, বাণিজ্য মেলার আয়োজনের ক্ষেত্রে স্থানীয় শিল্প ও বণিক সমিতির কাছে অনুমতি নিতে হবে। কিন্তু এটা ক্ষুদ্র ও শিল্প মেলা। এক্ষেত্রে চেম্বারের সুপারিশ ছাড়াই জেলা প্রশাসন মেলা আয়োজনের অনুমতি দিতে পারবে।’
এসজি