মায়ের মৃত্যুতে অনিশ্চিতায় পড়ল ছেলের পড়াশোনা

২০২২ সালের ১৯ জানুয়ারি নওগাঁর সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহায়ক পদে যোগদান করেন সুলতানা জেসমিন (৪৫)। এরপর থেকে সেখানেই কর্মরত ছিলেন। সম্প্রতি র্যাবের হাতে আটক হওয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মায়ের মৃত্যুর পর তাঁর একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান শাহেদ হোসেন সৈকতের পড়াশোনা কীভাবে হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছেলে শাহেদ হোসেন সৈকত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জেসমিনের ছোট ভাই সোহাগ হোসেন এবং ভগ্নিপতি রফিকুল ইসলাম গত রবিবার গণমাধ্যমকে বক্তব্য দিলেও এখন তারা আর কোন কথা বলছেন না। তেমন বক্তব্য না দিলেও আপনারা কোনো অনিশ্চয়তার মধ্য আছেন কি-না এমন প্রশ্নের জবাবে জেসমিনের ভাই সোহাগ হোসেন বলেন, এ রকম কিছু বলতে পারছি না। তবে জেসমিনের ছেলে পড়াশোনা করছে, যে করেই হোক পড়াশোনা চালিয়ে যাবে।
এর আগে নওগাঁ শহরের জনকল্যাণ পাড়ায় জেসমিনের ভাড়া বাসায় গিয়ে তার একমাত্র সন্তান শাহেদ হোসেন সৈকতকে ঘরে থাকতে দেখলেও কারও সঙ্গে কথা বলছেন না তিনি। সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কোনো উত্তর দেননি।
একইভাবে কথা বলতে চান না জেসমিনের মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক মন্টু। তারপরও তিনি মুঠোফোনে বলেন, ভাগ্নি জেসমিনের ছেলে এখন চাপা আতঙ্কের মধ্য আছে। উৎকন্ঠায় আছে পড়াশোনা নিয়ে। বলা যায় অনিশ্চয়তার মধ্য পড়ে গেল তার পড়াশোনা।
কারো কাছে কোনো দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়া কার কাছে দাবি করব। এখন আমাদের আত্মীয়-স্বজন মিলে তার পড়াশোনার খরচ চালাতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব ঢাকাপ্রকাশ-কে বলেন, জেসমিনের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তার ছেলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও ভরনপোষণের সরকারিভাবে দায়িত্ব গ্রহণ এবং ছেলের যোগ্যতা অনুসারে একটি সরকারি চাকরির ব্যবস্থা গ্রহণ করারও জোর দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁ শহর থেকে সুলতানা জেসমিনকে আটক করে র্যাব। আটকের পর জেসমিন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে জেসমিনের মৃত্যু হয়।
এসআইএইচ
