রাণীনগরে হাট কর্তৃপক্ষকে অতিরিক্ত টোল আদায় জরিমানা

নওগাঁর রানীনগরে পশুর হাটে গরু-ছাগলের ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে হাট কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি ফলের দোকানে মুল্য তালিকা না থাকায় আরও ২০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। অভিযানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, রাণীনগর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, রমজান উপলক্ষে যাতে কোন ব্যবসায়ী ও দোকানীরা ক্রেতাদের জিম্মি করে সরকারের বেঁধে দেয়া দামের বাহিরে কোন পণ্যের অতিরিক্ত দাম না নেয় সেই জন্য বিভিন্ন হাট, বাজার, খাবার হোটেল, বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় দুপুরে আবাদপুকুর হাটে গিয়ে দেখা যায় গরু-ছাগলের ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একটি ফলের দোকানে মুল্য তালিকা না থাকায় আরও ২০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএজেড
