মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

১৮ কিলোমিটার রাস্তার ধুলায় অতিষ্ঠ এলাকাবাসী-পথচারীরা

নির্ধারিত সময়ের পর দুই দফা বাড়ানো মেয়াদ শেষ হয়ে গেলেও নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল-রাজাপুর রাস্তা সংস্কার কাজ শেষ হয়নি। কাজের এই কচ্ছপগতির কারণে রাস্তার ধুলা-বালুর উড়াউড়িতে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনটি ইউনিয়নের ১৫ থেকে ২০টি গ্রামের প্রায় ৫০ হাজার বাসিন্দা ও ব্যবসায়ীরা। যানবাহন চলাচলে উড়া ওই ধুলায় এলাকার বসতবাড়িতে মানুষজনের থাকা দুষ্কর হয়ে পড়েছে। একই সাথে রাস্তার পাশের দোকানের পণ্য সামগ্রীতে ধূলার আস্তরণ পড়ে সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। পথচারীসহ বিভিন্ন যানবাহনের চালকরাও চর্মরোগসহ চোখের অসুখে আক্রান্ত হচ্ছে। এতে সাধারণ লোকজনের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এলজিইডি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল পাগলা বাজার থেকে রাজাপুর বাজার পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক সংস্কার ও বর্ধিতকরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। ২০ কোটি ৫২ লাখ টাকা চুক্তিমূল্যে কাজটি পান ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান শহীদ ব্রাদার্স । প্রতিনিধি হিসেবে ওই কাজ পান নাটোরের ঠিকাদার শরিফুল ইসলাম রমজান।

চুক্তি অনুযায়ী গত বছরের ১২ এপ্রিল ওই সংস্কার কাজের মেয়াদ শেষ হয়। এর পর দুই দফা মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় বাড়ানো মেয়াদও শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি। কিন্তু ওই সংস্কার কাজ শেষ হয়নি এখনও। দীর্ঘদিন ওই অবস্থা থাকায় বেকায়দায় পড়েছেন সংশ্লিষ্ট রাস্তার পাশের অধিবাসীসহ চলাচলকারীরা। কেননা ওই রাস্তার মুহুর্মুহু ধুলা উড়ে পড়ছে এলাকার বাড়িতে। এতে নষ্ট হচ্ছে খাবার। গাছের পাতা,ঘরের চালায় পড়ছে ধুলার আস্তরণ। অন্যদিকে ধুলা-বালিতে যাতায়াতকারী ও এলাকাবাসীদের এলার্জি, হাঁচি, কাশি, অ্যাজমাসহ নানা রোগ হচ্ছে। এ ছাড়াও সংশ্লিষ্ট এলাকার প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর অভিভাবকরা হচ্ছেন অতিষ্ট। কেননা প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় নোঙড়া হচ্ছে শিক্ষার্থীদের পোশাক। তবে কর্তৃপক্ষ বলছেন,আগামী ১০-১২ দিনের মধ্যেই শুরু হবে ওই কাজ।

সরেজমিনে দেখা যায়, ওই রাস্তার পুরানো কার্পেটিং উঠিয়ে নতুন করে ইটের খোয়া বিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরপর কার্পেটিং না করায় যান চলাচলে রাস্তার খোয়া ভেঙে গুড়ো হয়ে গেছে। যান চলাচলে ও সামান্য বাতাসে সারাদিন ইটের গুড়াসহ ধুলা উড়ছে। প্রতিটি গাড়ির সাথে উড়তে থাকা ওই ধুলায় অতিষ্ঠ এলাকাবাসীসহ ওই রাস্তায় যাতায়াতকারীরা।

দিনের পর দিন ওই ধুলা উড়ে জমেছে রাস্তার পাশের বাড়ির টিনে ও দোকানের চালায়। এমনকি গাছের পাতাতেও। ওই ধুলায় যেন পরিবর্তন হয়েছে টিন,গাছ আর পাতার চেহারা। এমনকি ওই রাস্তা ব্যবহারকারীদের শরীরেও দেখা যায় ধুলার আস্তরণ।

দোকানিদের দাবি,দোকানে বসে কেউ কিছু খেতে পারেন না। চা-বিস্কুটসহ বিভিন্ন খাবারে উড়ে আসে ধুলা।

দিঘইর গ্রামের অধিবাসী পরশ জানান,ওই ধুলায় তাদের বাড়ির খাবারও নষ্ট হচ্ছে। বার বার গোসল করলেও শরীরে দুলা পড়ে। জামা-কাপড় ধুলায় নষ্ট হচ্ছে।

এ ছাড়া ওই রাস্তা সংলগ্ন এলাকায় ৪টি উচ্চ বিদ্যালয়, ২০টি কিন্ডার গার্টেন,৩টি মাদ্রাসা আর ১০-১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই শিক্ষার্থী আর অভিভাবকদেরও ওই ধুলার জন্য প্রতিদিন পড়তে হচ্ছে বিরক্তিতে।

সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার আর দিঘইর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া জানান, প্রতিদিন হেঁটে ওই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। এতে তাদের স্কুল ড্রেস ময়লা হয়ে যায়। প্রতিদিন ধুয়েও ওই ধুলা দূর করা যায় না।

হযরত হোসেন (রা) ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থী ইসমাইল হোসেন জানান, ওই ধুলার কারণে তাদের ক্লাস করতে অসুবিধা হয়। প্রতিদিন তাদের,সাদা পোশাক ওই ধুলা আর ইটের গুড়ায়,হলুদ হয়ে যায়।

এদিকে স্থানীয় গ্রাম্য ডাক্তার কিবরিয়া জানান, ওই ধুলার কারণে শিশু,নারী আর বৃদ্ধরা এ্যাজমা,হাঁচি ও কাশিতে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

দিঘইর সয়াবাড়িয়া গ্রামের অধিবাসী ও নিউ ইয়র্কে প্রবাসী আমজাদ হোসেন জানান,নাটোর-পাবনা মহাসড়কে রাজাপুর এলাকায় সংযুক্ত হয়েছে ওই রাস্তার একাংশ। অপর অংশ যুক্ত হয়েছে নাটোর-সিরাজগঞ্জ তথা বনপাড়া-হাটীকুমড়ুল মহাসড়কে। ফলে প্রতিদিনই ওই রাস্তা ব্যবহার করেন হাজার হাজার মানুষ, শিক্ষার্থী আর অসুস্থ রোগীরা। এমন জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সময়ে কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ ব্যাপারে জানতে চাইলে নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান,পাশের লালপুরে কাজ করছেন ওই ঠিকাদাররা। আগামী ১০-১২ দিনের মধ্যেই ওই রাস্তার কাজ শুরু হবে এমন প্রত্যাশা করেন তিনি।

এসআইএইচ

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 

ছবিঃ ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালার  উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক) শারমিন আক্তার।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় প্রথম দিনের প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক আব্দুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকী সোহেলী রশীদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটররা অংশ নেন। 

উদ্বোধনী দিনে গ্রাম আদালত, বিচার ব্যবস্থা, গ্রাম আদালত ও সালিসির মধ্যকার পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, গ্রাম আদালত সক্রিয় করতে বর্তমান সরকার নানান উদ্যোগ নিয়েছে।

ঘটনা সংগঠিত হওয়ার ৩০ দিনের মধ্যে ফৌজদারি মামলা, ৬০ দিনের মধ্যে দেওয়ানী মামলার আবেদন গ্রহন করতে হবে। আবেদন ফি যথাক্রমে ১০ ও ২০ টাকা। আদালত ৩ মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। এই সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে উপযুক্ত কারণ উল্লেখ দর্শিয়ে আর এক মাস সময় পাবেন। বিচারিক প্যানেলে মোট সদস্য থাকবে ৫ জন। এর মধ্যে বাদী পক্ষে ২ জন,  বিবাদী পক্ষে ২ জন ও একজন চেয়ারম্যান। এই আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপুরণ আদায় করতে পারবে।

Header Ad
Header Ad

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই  

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল নোমান। ছবিঃ সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, মৎস্য মন্ত্রী এবং খাদ্য মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।

বিএনপির এই নেতার আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন। গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে যোগ দেন দলটিতে।

Header Ad
Header Ad

যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আহত ১  

ছবিঃ সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে কক‌টেল ও পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে যুবদল নেতা রনি আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রনি বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার সময় অন্তত ৪/৫ টি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা বাড়ির সামনে নেমেই পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে। পেট্রোল বোমা বিস্ফোরণে বাড়িতে আগুন লে‌গে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও কয়েকটি অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করে।

এদিকে, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় মোকামতলা-জয়পুরহাট সড়কের আমতলীতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা। এসময় নেতা-কর্মীদের শান্ত করতে ঘটনাস্থলে যান উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম।

পরে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ঘটনাস্থলে এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিএনপি নেতা-কর্মীরা।

এ বিষ‌য়ে শিবগঞ্জ থানার ও‌সি শাহীনুজ্জামান ব‌লেন, বর্তমানে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক। দুর্বৃত্তরা বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে কক‌টেল ও পে‌ট্রোল বোমা নি‌ক্ষেপ ক‌রে। ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের ক‌য়েক জ‌নের নাম আমরা পে‌য়ে‌ছি। ত‌বে তদ‌ন্তের স্বা‌র্থে আমরা এখনই সেটা প্রকাশ কর‌ছি না। জ‌ড়িত‌দের গ্রেপ্তা‌রে চেষ্টা চল‌ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই  
যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আহত ১  
ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, অনুভূত হলো ঢাকাতেও
নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন
জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি
তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার
বিভেদের সুযোগ নিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না: তারেক রহমান
সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন নিষেধাজ্ঞা
রোজা সামনে রেখে খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ!
সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে