শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের দোকানপাটে হামলা-লুটপাট, অগ্নিসংযোগ

পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানার জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা যেন থামছে না। একের পর এক হামলা অগ্নিসংযোগ আর লুটপাটের ঘটনা ঘটছে। শনিবার (৪ মার্চ) রাত ৯টায় পঞ্চগড় পৌরসভার আহমদ নগর গ্রামে দুই মুসলমান ব্যক্তিকে জবাই করে হত্যার গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়লে হঠাৎ শহরের আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সব ধরনের দোকানপাট বন্ধ হয়ে যায়। হঠাৎ লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে পড়েন দুর্বৃত্তরা। হামলা করেন কাদিয়ানী সম্প্রদায়ের দোকানপাটে। বাদ যায়নি শহরের কদতলা এলাকার ওয়াকার সু হাউজও। ওয়াকার সু হাউজ ভাঙচুর করে প্রায় ২৫ লাখ টাকার জুতা, ব্যাগ, নগদ টাকাসহ লুট করে নিয়ে যায় তারা। পরে দুর্বৃত্তরা মহাসড়ক অবরোধ করে পৌরসভার তেলিপাড়া এলাকায় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুরো জেলা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজ শেষে বাড়িফেরা মানুষগুলো আতঙ্কে ছুটাছুটি করতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ শহরে টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা জোরদার করা হয় কাদিয়ানী সম্প্রদায়ের আহমেদনগর এলাকাতেও।

এদিকে শনিবার রাতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে হামলাকারীদের শান্ত হতে বলা হয়। রাত সাড়ে ১০টা থেকে গুজব ঠেকাতে জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ফজলে রাব্বাী (২৭) নামে একজনসহ মোট ১৮ জনকে আটক করে। তবে কারো বিরুদ্ধে কোনো মামলার বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

প্রশাসনের পাশাপাশি রাত সাড়ে ৯টার দিকে গুজব ঠেকাতে মসজিদের মাইক দিয়ে মাইকিং করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। তিনি পঞ্চগড় বাজার মসজিদের মাইক দিয়ে বাজারের জনগণকে আতঙ্কিত না হওয়া এবং কাদিয়ানীদের দ্বারা কোন মানুষকে মারা হয়নি বলে জানান। এ ছাড়াও জেলা শহরের কয়েকটি মসজিদে গুজব ঠেকাতে মাইকিং করা হয়।

এ ছাড়াও গুজব ঠেকাতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সন্ত্রাস বিরোধী মিছিল বের করা হয়। মিছিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

তবে রবিবার সকাল থেকে মহাসড়কের মানুষের উপস্থিতি বেড়েছে। জরুরি প্রয়োজন ও কাজের তাগিদে বাইরে বের হচ্ছে মানুষজন। তবে সপ্তাহের প্রথম দিনে অফিস আদালত খোলায় সকাল ১০টা পর্যন্ত অল্প কিছু দোকানপাট খুললেও বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। সড়কে ছোট ছোট যানবাহন চালু থাকলেও বাস-ট্রাকের উপস্থিতি কম ছিল।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, গতকালের মত আজ রবিবারও
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক থাকবে। গেল রাতে গুজবের ঘটনায় প্রধান গুজবকারী পৌর যুবদল নেতা রাব্বি (২৬) নামে এক যুবকসহ ১৮ জনকে আটক করা হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, গুজব ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে তিনি বলেন, অপারেটররা নিজে নিজে ইন্টারনেট সেবা বন্ধ করেছেন।

এসআইএইচ 

Header Ad

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) ।

শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।

নিহত ইসমাইল হোসেনের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন ইসমাইল ও তার বন্ধু মনির। শুক্রবার ভোর রাতে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের শিবচরের পাচ্চর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

ইসমাইলের বন্ধু মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। মনির এখনো ওই হাসপাতালেই আছেন, বলে জানান তিনি।

শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে বলেও জানান তার চাচা।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, শুক্রবার ভোর রাতের কোন এক সময়ে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় একটি দুর্ঘটনায় ইসমাইল হোসেন জমাদার নামে একজনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়েছে।

Header Ad

বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কথা বলেছেন সেই প্রসঙ্গেও।

আওয়ামী লীগ নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। বিচার প্রক্রিয়ার আগে তাদের মাঠে থাকার অধিকার নেই, সুযোগও নেই।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার।গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক-রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করবো আমরা। যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে।

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে।

Header Ad

মাকে হত্যার পর থানায় হাজির ছেলে

ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ নামের এক যুবক।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন আবিদের বাবা নিয়াজ আহমেদ। ফলে বাড়িতে ছিলেন আবিদ ও তার মা। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় মা আনোয়ারা বেগমকে অত্যাচার করতেন আবিদ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে মাকে নৃশংসভাবে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। নিহত আনোয়ারা বেগমের মুখ, মাথা ও হাতে কোপের চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস জানান, হোসাইন মোহাম্মদ আবিদকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা