সড়কে পাঁচজনের মৃত্যুতে পরিবারে আহাজারি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শাখারঞ্জ চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের বাড়িতে শত মানুষের জটলা। সবার চোখের জল টলমল। কারণ কয়েক ঘণ্টা আগেই ক্ষেতলালের মালিপাড়া সড়কে ঝরে গেছে তাজা পাঁচটি প্রাণ। তার মধ্যে রফিকুল ইসলামের একমাত্র ছেলে শাহারিয়ার নাফিজের (১৯) তাজা প্রাণটি সড়কে ঝরে গেছে। শাহারিয়ার নাফিজের মা নাদিরা বেগম কান্নায় ব্যাকুল। তিনি চিৎকার করে বলতেছেন, আমার বুকের রতনকে বুকে এনে দাও! সকালে ছেলেকে পাঠিয়েছি কোচিং সেন্টারে,সেখান থেকে লাশ হয়ে ছেলে বাড়িতে আসলো, আল্লাহ কি অপরাধ করছি আমরা?
রফিকুল ইসলাম কান্নাকণ্ঠে বলেন, আমার ছেলে ২০২১ সালে জয়পুরহাট রামদেও বাজলা স্কুল থেকে এসএসসি পাশ করছে। উচ্চতর শিক্ষার জন্য ক্ষেতলাল আলতাফুন নেছা সরকারি কলেজে ভর্তি করে দিয়েছি। আমার স্বপ্ন ছিল ছেলেকে বড় অফিসার বানাবো কিন্তু আজ সব আশা ধুলোও মাটি হয়ে গেল!
ঝরে যাওয়া প্রাণের মধ্যে ক্ষেতলালের বাসিন্দা শাহনাজ পারভিন। তিনি মৃত্যুর পূর্বে তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী বৃষ্টিকে জয়পুরহাট শহরের নিউক্লিয়াস কোচিং সেন্টার রাখতে গিয়েছিলেন। মেয়েকে রেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। মায়ের মৃত্যু খবর শুনে ছুটে এসে হাসপাতাল জুড়ে মায়ের জন্য আর্তনাদ করছেন বৃষ্টি।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্ষেতলাল বটতলীর মালিপাড়া সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ক্ষেতলাল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও জয়পুরহাটগামী একটি ট্রাক ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাচালকসহ ৫ যাত্রী নিহত হন।
নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের রবিয়ার ছেলে সিএনজি অটোরিকশার চালক আমজাদ হোসেন (৫০), রইচ উদ্দীন বুলবুলের স্ত্রী শাহনাজ পারভিন (৪২), শাখারঞ্জ চৌধুরী পাড়া গ্রামের রফিকুলের ছেলে নাফিজ (১৯), নসিরপুর পূর্বপাড়া গ্রামের ইমাম ধামুরহাটের সিরাজুল ইসলাম (৬০) এবং জয়পুরহাট বুলুপাড়া গ্রামের ফেরদৌসের স্ত্রী ক্ষেতলাল বিআরডিবির ফিল্ড অফিসার শাহিনুর (৩৮)।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষেতলাল থানাধীন মালিপাড়া এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৬ জনার মধ্যে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। বাঁকি চারজনকে হাসপাতালে ভর্তি করালে আরও তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়। এ ঘটনায় ট্রাকচালক পলাতক।
এএজেড