বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে রেশম শ্রমিকরা

রাজশাহীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ১৫৭ শ্রমিক।
রবিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের সামনে কর্মবিরতির ডাক দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
শ্রমিকরা জানান, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে দৈনিক ভিত্তিক অদক্ষ ও দক্ষ শ্রমিকদের ৫৫০ টাকা ও ৬০০ টাকা মজুরিতে কাজ করে আসছেন তারা। প্রকল্পের আওতায় কাজ করছেন তারা। গত ২০২১-২২ অর্থবছরে প্রকল্প শেষ হওয়ায় গত জুলাই থেকে কোনো মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। গত ৭ মাসের বেতন বকেয়া হলেও বারবার তাগিদ দিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা।
শামসুল হক নামে এক শ্রমিক জানান, তারা মজুরি না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাধ্য হয়ে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন। যতক্ষণ বেতন না দেওয়া হবে এই কর্মবিরতি চলতেই থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহকারী প্রকৌশলী (তড়িৎ) ও পরিচালক, গবেষণা ও প্রশিক্ষণ (অতিরিক্ত দায়িত্ব) কাজী রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আড়াইটার দিকে সচিব পর্যায়ে মিটিং আছে। আমরা শ্রমিকদের দাবির বিষয়ে মানবিক। সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।
এসজি
