‘আমিন, আমিন’ ধ্বনিতে শেষ হলো নওগাঁর ইজতেমা
‘আমিন, আমিন’ ধ্বনির মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়ক-সংলগ্ন বোয়ালিয়া মাঠে মোনাজাত শুরু হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন মাওলানা মোশারফ হোসেন।
এর আগে গত শুক্রবার (২৩ ডিসেম্বর) বাদ ফজর আমবয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়। জেলা তাবলিগ জামায়াত এই ইজতেমার আয়োজন করে।
সরেজমিন দেখা যায়, ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে আজ সকাল থেকেই জেলার ১১টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাটসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা আসেন। এতে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ।
আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লি রফিকুল ইসলাম জানান, ‘আমিন, আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখর হয়ে উঠে। তাবলিগের সঙ্গী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নাতের কথা আলোচনা করেন।
নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি বলেন, সুন্দর পরিবেশে তিন দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন।
এসজি