নওগাঁয় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নওগাঁর পত্নীতলায় বিআরটিসি বাসের ধাক্কায় রাব্বি (২২) নামে এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বিজিবি ক্যাম্প এলাকার গাহন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজ পাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাব্বী মোটসাইকেল নিয়ে উপজেলার নজিপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিজিবি ক্যাম্প এলাকার গাহন মোড়ে পৌঁছালে দিনাজপুর থেকে উপজেলার নজিপুরের দিকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটসাইকেল থেকে রাস্তার পাশে পড়ে ছিটকে পড়ে গুরুতর আহত হম রাব্বী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসজি
