মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা বিঘ্নিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হেনেস্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি আমারই নির্বাচনী এলাকা। আমরা জানতাম না তিনি একটি বাসায় যাবেন। রাষ্ট্রদূত বলেছেন-জানাজানি হয়েছে। কিন্তু আমরা সেটা জানতাম না।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী পুলিশ লাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সেদিন জানার পরপরই রাষ্ট্রদূতের নিরাপত্তার জন্য পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তার আসা-যাওয়ায় যেন কোনও ধরনের বিঘ্ন না ঘটে এ বিষয়ে পুলিশ সজাগ ছিল। আপনারা জানেন, রাষ্টদূতদের জন্য আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকি। বিশেষ বিশেষ রাষ্ট্রদূতদের বাড়তি নজরদারিতে রাখি। সেজন্য মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মনে করি না। ভুল বোঝাবুঝির জায়গা থেকে হয়তো তিনি বলেছেন। সেখানে এমন কিছু হয়নি, যেটাতে নিরাপত্তা বিঘ্নিত হবে।
এ সময় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সংবিধান আছে। যেটা মেনে আমরা চলি। সেখানে কোথাও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয় নেই। সুতরাং তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনও প্রশ্নই আসে না। আর বিএনপি নির্বাচনে আসবে কি না? এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আগামী নিবার্চন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এটা দেশবাসীর প্রত্যাশা। আমরাও সেটাই চাচ্ছি।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কে কি করল সেটা বিষয় না। আমাদের কথা হলো যে যাই করবেন, মিছিল-মিটিং করবেন, কোনও বাধা নাই। কিন্তু আইনশৃঙ্খলা বিনষ্ট করে, জনগণকে জিম্মি করে কিছু করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, 'খেলা হবে'-এটা যার যার রাজনৈতিক স্লোগান।
এসআইএইচ
