জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে আলেমদের সেমিনার

জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্টার টেরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ।
এছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন প্রমুখ। সেমিনারে জয়পুরহাট জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম, খতিব ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, 'উগ্রবাদ প্রতিরোধে আমাদেরকে- বাঙালি সংস্কৃতি , ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ লালন করতে হবে। দেশপ্রেম ও দেশাত্ববোধ জাগ্রত করতে হবে। পাঠ বহির্ভূত শিক্ষা যেমন, বই পড়া, গান, আবৃত্তি, বিতর্ক কিংবা খেলাধুলায় উৎসাহিত করতে হবে। সঠিক ও প্রায়োগিক ধর্মীয় শিক্ষা দেওয়াসহ অন্য ধর্মকে শ্রদ্ধা করতে হবে। নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও সহাবস্থানের চর্চা করতে হবে। স্বজন ও সন্তানের পারিবারিক শিক্ষা নিশ্চিত করতে হবে।'
এএজেড
