দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায়

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে কমছে তাপমাত্রাও। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আজ ভোর থেকে কুয়াশায় ঢেকে ছিল চারদিক। কুয়াশার পরিমাণ অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। রাতভর বৃষ্টির মতো ঝড়েছে কুয়াশা। কুয়াশার কারণে দিনের বেলায় মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে। সকাল ৮টার পরে সূর্যের দেখা মেলে। এরপরই শীতের তীব্রতা কমতে শুরু করে।
সকালে কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষের কাজে যেতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। সদর উপজেলার রিকশাচালক আলমগীর হোসেন বলেন, সকাল বেলা কুয়াশা থাকলে রিকশা নিয়ে বের হতে কষ্ট হয়। মানুষজন ঠাণ্ডায় রিকশায় উঠতে চায় না। আমরা খুব কষ্টে আছি।
তবে চলতি মাসের শেষে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়ে তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, হিমালয়ের হিমেল বাতাসে এ অঞ্চলে শীতের তীব্রতা বেশি। যা সামনের দিনগুলোতে আরো বাড়তে পারে।
এসআইএইচ
