সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সৌন্দর্য ও সেবায় বদলে যাচ্ছে রামেক হাসপাতাল

বিভাগীয় মেট্রোপলিটন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। বিভাগের ৮ টি জেলার মানুষের উন্নত চিকিৎসা সেবার ভরসাস্থলও এটি। তবে এই হাসপাতালের। সেবা নিয়ে প্রশ্নের শেষ নেই। কিন্তু এখন সেই দৃশ্য পাল্টাচ্ছে। পরিবেশ ও সেবার মান দুটোই উন্নত হচ্ছে। আর একারণেই সেরা হাসপাতালের স্বীকৃতিও পাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।

সম্প্রতি দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় প্রথমবারের মতো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল 'স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০' অর্জন করেছে। করোনাকালের স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছে হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের মাসিক পর্যালোচনায়ও দেশসেরা এই হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ র‌্যাংকিং সেপ্টেম্বরে মোট ৩০০ পয়েন্টের মধ্যে ৬২.১৩ পেয়ে দেশসেরা হয়েছে এই হাসপাতাল।

হাসপাতাল কর্তৃপক্ষ সেবার সহজীকরণ করে ভোগান্তিমুক্ত সেবা প্রদানে আরও বেশি উদ্যোগী হয়েছেন। সেবা পেতে কেউ ভোগান্তির শিকার হলে কর্তৃপক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের সুযোগও পাচ্ছেন রোগীরা। হাসপাতালের দেয়ালে দেয়ালে সেবা নির্দেশিকা ও যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া হয়েছে। ফোন নম্বরে যোগাযোগ করে রাত-দিন ২৪ ঘন্টা সেবা পাচ্ছেন রোগীরা। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো- হাসপাতালের পরিচালক নিজেও সেবাপ্রার্থীদের সমস্যা মুঠোফোনের মাধ্যমে শোনেন। এবং সে অনুযায়ী সহযোগিতাও করেন।

গত কয়েকদিন আগে সেবা নিতে এসে অ্যাম্বুলেন্স নিয়ে ভোগান্তিতে পড়েছিলেন আশরাফ আলী নামের এক রোগীর স্বজন। তিনি জানান, রাতে ডাক্তার রাজশাহী থেকে ঢাকায় রোগী নিয়ে যেতে বলেছিলেন। তিনি বাইরে এসে অ্যাস্বুলেন্স খুঁজলে সেখানে অনেক ভাড়া চাচ্ছিলো। যেটা নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি। শেষে হাসপাতালের বাইরে থাকা নির্দেশিকার ফোন নম্বরে ফোন দিয়ে কথা বলেন। সমস্যার কথা জানালে হাসপাতালের পরিচালক কম ভাড়াতে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।

হাসপাতালের সেবা সহজীকরণে ইনডোর প্যাথলজি টেস্টিং ব্যবস্থাও উন্নত করা হয়েছে। এখন হাসপাতালের অভ্যান্তরেই স্বল্পমূল্যে সকল প্যাথলজিক্যাল টেস্টের সুযোগ পাচ্ছেন রোগীরা। হাসপাতালে রোগী পরিবহণে ট্রলিতে রোগী দূর্ভোগ দূর করতেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের অভ্যান্তরের পরিবেশে সুন্দর রাখতে তিন ধরনের অস্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতায় বাড়তি জনবল নিয়োগ দিয়ে সুন্দর পরিবেশে নিশ্চিত করা হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী যোগদানের পর থেকেই রোগীর সেবা নিশ্চিতের এমন তৎপরতার প্রশংসার সবার মুখে মুখে। শুধু হাসপাতালে অভ্যান্তরেই নয়, হাসপাতালের বাইরেও তার সুনাম ছড়িয়েছে। বিশেষ করে করোনাকালীন চিকিৎসা ব্যবস্থাপনায় তার শ্রম ও আন্তরিকতা উদাহরণ হিসেবেই দেখছেন ডাক্তার-নার্সরা।

হাসপাতালের নার্সিং সুপারিয়েন্টডেন্ট সুফিয়া খাতুন জানান, হাসপাতালের চিকিৎসা পরিবেশ এখন আগের যে কোন সময়ের চেয়ে অনেক ভালো। আর এর পেছনে মূল কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেণ বর্তমান পরিচালক। তিনি ডাক্তার-নার্সদের প্রতিদিনই রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দেয়ার জন্য প্রেষণা যুগিয়ে যাচ্ছেন।

১২ শো শয্যার এই হাসপাতালে গড়ে প্রতিদিন সেবা নেন দুই থেকে আড়াই হাজারের বেশি রোগী। স্বল্প সুবিধা ও নানা প্রতিবন্ধকতার মাঝেও সেবা দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প্লাস্টিক সাজার্রি ও বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান আফরোজা নাজনিন আশা জানান, গত তিন বছরে হাসপাতালের চিত্র কতটা পাল্টেছে, তা হাসপাতালের সামনে এসে দাঁড়ালেই বোঝা যায়। এক সময়ের জরাজীর্ণ পরিবেশকে পরিকল্পিতভাবে সবুজ ও ফুলে ফুলে সাজানো হয়েছে। আগে হাসপাতালের সামনে এসে দাঁড়ানোর উপায় ছিলো না। আর এখন একরকম উপভোগ করার মতো পরিবেশ।

আগে এই হাসপাতালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হতো না। এখন পরিচালককে জানিয়ে সাংবাদিকেরাও হাসপাতালে নির্ভয়ে প্রবেশ করতে পারেন। নিজের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। এতে হাসপাতালের কার্যক্রমেও অন্যান্য সময়ের চেয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।

হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রামেক হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে তিনি চ্যালেঞ্জ নিয়েই কাজ করছেন। আর একারণেই রামেক হাসপাতাল আগে কখনো সেরার তালিকায় স্থান না পেলেও এখন পাচ্ছে। এই সফলতা হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট সবার।

তিনি বলেন, হাসপাতাল নিয়ে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে। কিন্তু এখন কিছুটা হোচট খেতে হচেছ। তবে আশা পূর্বের মতো সকল প্রতিবন্ধকতা মাড়িয়ে এ অঞ্চলের মানুষকে আরও উন্নত সেবা নিশ্চিত করতে পারবো।
এএজেড

Header Ad
Header Ad

বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর

ছবি: সংগৃহীত

কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে সংঘর্ষের ঘটনার বিবরণ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিবরণের পাশাপাশি এ ঘটনায় এক যুবকের মৃত্যু নিয়েও নিজেদের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।

কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিতে সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্টে একজন স্থানীয় লোকের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

আইএসপিআর আরও জানায়, ওই সময় সমিতি পাড়ার আনুমানিক দুই শতাধিকেরও বেশি স্থানীয় লোকজন ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বাড়লে চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কতিপয় দুষ্কৃতকারীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রি মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের ওপর ইট পাটকেল ছোড়ে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হন, যার মধ্যে বিমান বাহিনীর ৪ জন সদস্য রয়েছেন। এছাড়া শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআরের দাবি, বিমান বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়েছে। তবে স্থানীয় জনসাধারণের ওপর কোনো প্রকার তাজা গুলি ছোড়া হয়নি।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, কুচক্রি মহল বিমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর সদস্যদের গুলিতে যুবক নিহত হয়েছে বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়।

Header Ad
Header Ad

পদত্যাগ করতে রাজি জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যদি দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য পদত্যাগের প্রয়োজন হয়, তবে তিনি তাতে রাজি। একই সঙ্গে, ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিনিময়ে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়তে তিনি প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেছেন।

সিএনএন নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলেনস্কি এই মন্তব্য করেন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি সত্যিই আমার পদত্যাগের প্রয়োজন হয়, আমি তা করতে প্রস্তুত।”

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ চলতি মাসের শুরুতে বলেছিলেন যে, ইউক্রেনের ন্যাটোতে যোগদান এই মুহূর্তে বাস্তবসম্মত নয় এবং এটি করা সম্ভব নয়।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা হ্রাসের কথাও উল্লেখ করেছেন এবং নির্বাচনের বিলম্ব নিয়ে সমালোচনা করেছেন।

এ বিষয়ে পাল্টা মন্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্প “ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন।”

Header Ad
Header Ad

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতীকী গায়েবানা জানাযা পড়েন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

দেশব্যাপী নৈরাজ্যসৃষ্টিকারী সন্ত্রাসী ও ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে শাস্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে শহীদ শামসুজ্জোহা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতীকী গায়েবানা জানাযা পড়েন শিক্ষার্থীরা।

সমাবেশ শুরুর আগে শিক্ষার্থীরা ‘দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সুশাসন চাই, জীবনের নিরাপত্তা চাই’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের দেব না’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষক ও খুনিদের ফাঁসি চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আইনশৃঙ্খলার বেহাল দশা, ইন্টেরিম করে রং তামাশা’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ বলেন, ‘বিগত কয়েকদিন দেশে ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি থেকে এহেন কোন কাজ নেই, যা হচ্ছে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে বলতে চাই, আপনারা যদি নিজেদের দ্বায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার মত অযোগ্য উপদেষ্ঠা এ দেশের মানুষের প্রয়োজন নেই।’

ছাত্র ফেডারেশনের সদস্য সচিব ওয়াজেদ শিশির বলেন, ‘নিরাপত্তা আমাদের মৌলিক অধিকার। মানুষ তাঁর মৌলিক অধিকার নিয়ে শঙ্কিত ছিল বলেই চব্বিশের অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। কিন্তু আমার মনে হয় না গত ৫০ বছরে আমাদের এমন নিরাপত্তার অভাব ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি যে গদিতে বসে আছেন, সেটি আপনার বাবার নয়। আপনি দ্বায়িত্ব পালন করতে না পারলে গদি ছেড়ে দেন।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আজাদ বলেন, ‘গত কয়েকমাস ধরে দেশে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। এর মূল কারণ আইনশৃঙ্খলা বাহিনীর নতজানু নীতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে এই নতজানু নীতি এদেশে আর চালাবেন না। এই দেশ নতুন করে যেমন বিপ্লবী গতিতে স্বাধীন হয়েছে, তেমনই বিপ্লবী গতিতেই চলবে। ২৪-এর অভ্যুত্থানে হাজারো শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলায় আর কারও ঠিকাদারি আমরা মেনে নিব না।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি নিয়ে যা বললেন রিজভী
রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার আহ্বান মির্জা ফখরুলের
সাভারে কাপড়ের কারখানায় আগুন, পুড়ে ছাই কাপড় ও কার্টন
বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী
রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি
যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন বিশ্বনবী (স.)
আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান
সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী(ভিডিও)
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
বাংলাদেশ থেকে আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি: জয়শঙ্কর