বিএনপির গণসমাবেশে দুই গ্রুপের উত্তেজনা!

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনার ঘটনা ঘটেছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে দলের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত থাকাকালেই দুই গ্রুপ বিভক্ত হয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় ব্যানার ও ফেস্টুনের লাঠি ছোড়াছুড়ি করে। পরে পরিস্থিতি বেগতি দেখে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, নাদিম মোস্তফার বক্তব্য থামিয়ে দিয়ে মাইক নিয়ে স্লোগান দিতে থাকে। কয়েক মিনিট ধরে এই উত্তেজনা চলে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় নেতাদের বক্তৃতা শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ চৌধুরী টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।
এএজেড
