ডিবি পুলিশের অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে উধাও আসামি!

রাজশাহীর তানোরে ফাঁদ পেতে মাদক কারবারিকে আটকের পরিকল্পনায় ব্যর্থ হয়ে অর্ধ লক্ষাধিক টাকা খোঁয়ালেন গোয়েন্দা পুলিশ। সোর্সের মাধ্যমে মাদক কিনতে পাঠানো অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে গেছে আসামি।
গত ২৬ নভেম্বর (সোমবার) বিকালের দিকে উপজেলার কলমা ইউপি এলাকার দরগাডাঙ্গা বাজার এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বলে জানা গেছে। তবে ঘটনার ৬ দিন পার হলেও মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি গোয়েন্দা পুলিশ। জানানো হয়নি স্থানীয় তানোর থানা পুলিশকেও।
জানা যায়, ইদুল (৩৫) নামের ওই মাদক কারবারিকে ধরতে ফাঁদ পেতেছিল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি পুলিশ সোর্সের মাধ্যমে লক্ষাধিক টাকার বেশি গাঁজা ইদুলের কাছ থেকে কিনতে পাঠান। কিন্তু অর্থ নিয়ে ইদুল পালিয়ে গেলেও মাদক সরবরাহ করেননি।
ডিবি পুলিশের দাবি, ওই আসামিকে ধরতে গেলে কলমা ইউপির মেম্বার সহিদুল ইসলাম নিজের মোটরসাইকেল ব্যবহার করে আসামিকে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকেই তারা দুজন পালাতক। তাদের ধরতে তৎপরতা চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, ওইদিন মাদক কারবারি ইদুল পালিয়ে গেলেও তার দুই সহযোগী বাবুল (৩৮) এবং শুভ (২০) নামের দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইদুলের বাড়ি তল্লাশি করে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এদের চারজনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তবে বিষয়টি জানেন না স্থানীয় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান মিয়া। তিনি বলেন, এমন কোনও বিষয় ডিবি পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়নি। তবে তিনি শুনেছেন এমন একটি ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, এমন একটি ঘটনা ঘটেছে। আসামিদের ধরতে তৎপরতা চলছে।
এসআইএইচ
