দাবী না মানলে ১ ডিসেম্বর থেকে বাস-ট্রাক ধর্মঘট

৩০ নভেম্বরের মধ্যে ১০ দফা দাবী না মানলে ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে বাস- ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহণ মালিক-শ্রমিক পরিষদ। শনিবার বিকালে নাটোর শহরের একটি রেস্তোরায় আয়োজিত এক প্রেসকনফারেন্সে ওই ঘোষণা দেয়া হয়। তবে বিএনপির দাবী,আগামী ৩ ডিসেম্বর আয়োজিত বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্থ করতেই সরকারের নির্দেশনায় ওই কর্মসূচী দেয়া হয়েছে।
এর আগে একই জায়গায় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহণ মালিক সমিতির আয়োজনে ও নাটোর জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত সভা শেষে ওই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
ঘোষণা করা দাবী সমুহ হলো, সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন,হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার,চলাচল বন্ধ করা, জ্বালানী তেল ও যন্ত্রাংশের অস্বাভাবিক মাল্য হ্রাস করা ও করোনাকালীন গাড়ি চলাচল না করায় ট্যাক্স মওকুফ করা, সরকারী পাওনাদী অস্বাভাবিক হার বৃদ্ধি বন্ধ করা, চালকদের লাইসেন্স জটিলতা নিরসন করা,কাগজপত্র সঠিক থাকা স্বত্বেও পুলিশি হয়রানী বন্ধ করা, উপজেলা পর্যায়ে বিআরটিসি চলাচল নন্ধ করা, মহাসড়কে হাট বাজার বন্ধ, যাত্রী ওঠা, নামার জন্য পার্কিং ব্যবস্থা করা, এবং প্রত্যেক জেলায়, ট্রাক টার্মিনাল নির্মাণ ও ট্রাক ওভারলোড বন্ধ করা।
দাবীসমুহ না মানলে ১ ডিসেম্বর ভোর ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগে সকল বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে এমন ঘোষণা দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,পাবনা মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক মমিনুল হক মোমিন, সিরাজগঞ্জ বাস কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাপাঁই নবাবগঞ্জ মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম ও বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার, এবং সাধারন সম্পাদক মজিবর রহমান।
এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশকে বাধা দিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে। সরকারের চাপে এই ধর্মঘট ডাকা হয়েছে এমন দাবী করে তিনি আরো বলেন, ধর্মঘট উপেক্ষা করেই লাখ লাখ বিএনপি নেতাকর্মী রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিভাগীয় গণসমাবেশে যোগ দিবেন। কোন বাধা ওই গণসমাবেশকে আটকাতে পারবে না।
এএজেড
