হাঁসের খামার বিক্রি করে ফ্রান্সের ২ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

নিজের হাঁসের খামার বিক্রি করে ফ্রান্সের ২ কিলোমিটার পতাকা বানিয়ে তাক লাগিয়ে দিলেন গরীব কৃষক তৌহিদুল ইসলাম চঞ্চল। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামের হাজি মোসলেম সরদারের ছেলে।
কৃষক তৌহিদুল ইসলাম চঞ্চল জানান, আমি ছোট বেলা থেকে ফ্রান্সের ফুটবল দলের সর্মথক। প্রতি বিশ্বকাপেই খেলার পতাকা টানিয়ে দলের প্রতি সমর্থন জানাই। গত বিশ্বকাপে দেড় কিলোমিটার পতাকা টানিয়েছিলাম কিন্তু এই বছর ৯০ হাজার টাকা ব্যয়ে ২ কিলোমিটার ফ্রান্সের পতাকা বানিয়ে টানিয়েছি। এতে আমার একমাত্র উপার্জনের একমাত্র পথ হাসেঁর খামার ৯০ হাজার টাকায় বিক্রি করতে হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কৃষক তৌহিদুল ইসলাম চঞ্চল একজন দরিদ্র কৃষক কিন্তু ফুটবলের প্রতি রয়েছে তার একনিষ্ঠ ভালবাসা। প্রিয় দলের পতাকা বানাতে নিজের হাসেঁর খামার বিক্রি করতে হয়েছে। সে গরীব মানুষ হলেও ফুটবলের প্রতি ভালোবাসা গ্রমের সবাইকে মুগ্ধ করছে। প্রতি বছরই পতাকার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু সরকার জানান, কৃষক চঞ্চল প্রতি বিশ্বকাপেই সবার চেয়ে বড় ফ্রান্সের পতাকা বানায়। তারই ধারাবাহিকতায় এ বছরও ২ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্রান্সের পতাকা বানিয়েছেন।
এসআইএইচ
