বিএনপির সাবেক সংসদ সদস্য মোস্তফা গ্রেপ্তার

২০১৫ সালের হত্যা মামলার আসামি রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
তিনি বলেন, হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নগরীর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরে মজির উদ্দীন হত্যার ঘটনা ঘটে। ওই হত্যা মামলায় গত মার্চে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান নাদিম মোস্তফা। তবে উচ্চ আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি হাজিরা দেননি। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
এসজি
