আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে গাড়ী-বাড়ি
সারা বিশ্ব এখন কাঁপছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। বিশ্বের মতোই সিরাজগঞ্জে রয়েছে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রচুর সমর্থক। ফুটবলকে ঘিরে নিজ নিজ দলকে ভালবেসে নানা ভাবে জানান দিচ্ছেন ফুটবল প্রেমি ভক্তরা। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলকে ভালোবাসা দেখাতে শহর ও পাড়া মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক প্রেমীদের চলছে বিভিন্ন আয়োজন। এতে কেউ কার্পণ্য করছে না।
কাতার বিশ্বকাপ নিয়ে ঘরে-বাইরে আর চায়ের দোকানে চলছে মুখরোচক আলোচনা। এতে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু ইংল্যান্ড, জার্মানি, ইত্যালি ও স্পেনসহ অন্য দলের সমর্থক থাকলেও মুলত আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলের সমর্থকের পরিমান বেশি।
সময় ঘনিয়ে আশায় দুই দলের সমর্থকরা নিজ বাড়ি, গাড়ী, মোটর সাইকেল, রিকশা ও ভ্যান গাড়ীসহ প্রতিষ্ঠানে প্রিয় দলের পতাকা টানিয়েছেন। সেই সঙ্গে টি-শার্ট আর ক্যাপ মাথায় দিয়ে র্যালি করে উল্লাস করছেন। চলছে বিভিন্ন তর্কযুদ্ধ। কেউ বলছে মেসি, কেউ বলছে নেইমার। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এতে জেলায় ফুটবল প্রেমিদের মাঝে চলছে আনন্দ ও উল্লাস। এতে নিজ দলকে সমর্থন দিয়ে এগিয়ে রয়েছে সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়া মহল্লার পরিবহন ব্যবসায়ী লিটন সরকারের দুই তলা পুরো বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে হলুদ আর সবুজে রাঙিয়েছেন। বাড়িটি নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি।
পাশাপাশি তার মালিকানাধীন একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন। বর্তমানে শহরে ব্রাজিল বাড়ি ও গাড়ী নামে পরিচিত পেয়েছে এই বাড়ি ও গাড়িটি। এদিকে, আর্জেন্টিনা পতাকার রঙে নিজ মোটর সাইকেলটি সাজিয়ে তাক লাগিয়েছেন বাবু শেখ নামের এক ফুটবল প্রেমিক। এই ফুটবল ভক্ত বাবু শেখ একজন মুরগি ব্যবসায়ী। তিনি পৌর এলাকার নলিসাপাড়া গ্রামের তাজেল শেখের ছেলে। প্রতিদিন আর্জেন্টিনা মোটর সাইকেলটি নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া আশা করছেন।
ব্রাজিল বাড়ির মালিক লিটন সরকার জানান, ব্রাজিলের খেলা হলেই আমি দেখি। আমি ব্রাজিলের অন্ধ ভক্ত। ২০১৮ সালে আমি ব্রাজিলের পতাকায় আমার বাড়ি আঁকি। এবারও পুরো বাড়িতে ব্রাজিলের পতাকায় এঁকেছি। আমার একটা বাসও ব্রাজিলের পতাকায় রঙে রাঙ্গিয়েছি। আমি আশা করছি এবারের কাপ আমার দলই নিবে। ব্রাজিলের ভক্তোর ছেলে সৌমিক সরকার জানান, ফুটবল খেলা বাবার অনেক পছন্দ। বাবা শুধু ব্রাজিল বাড়িই করেনি পাশাপাশি তিনি গেঞ্জি, ব্যানার ও স্টিকার বানিয়েছেন। আশা করছি এবার ব্রাজিল কাপ নিয়ে তাদের ৬ষ্ঠ বারের নাম তুলবে।
আর্জেন্টিনা মোটর সাইকেলের মালিক বাবু শেখ বলেন, ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনা ফুটবলের প্রেমে পড়ে যান। এরপর থেকে মনে প্রাণে আর্জেন্টিনা দল সর্মথন করে আসছেন তিনি ও তার ছেলে বুলবুল। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে শুধু সর্মথন নয় তার নিজ মোটর সাইকেলটি আর্জেন্টিনা পতাকার রং করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। মেসির খেলা দেখে বর্তমানে তিনি মুগ্ধ। এবার আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতবে এমন প্রত্যাশা বাবা ও ছেলের।
আর্জেন্টিনা দলকে ভালবেসে শুধু মোটর সাইকেল রং নয় আর্জেন্টিনার খেলার দিন এলাকার আর্জেন্টিনার সর্মথকদের নিয়ে বড় পর্দায় খেলা দেখেন ও খিচুরী রান্নার আয়োজন করেন তিনি। প্রতিদিন সকালে শহরের বড় বাজারে মুরগির দোকানে যাওয়া আশার সময় তার আর্জেন্টিনা মোটর সাইকেলটি দেখতে দোকান ও বাড়িতে মানুষ ভীড় করছেন।
ব্রাজিল বাড়ি দেখতে আসা আবু আলী বলেন, এবার ব্রাজিল কাপ নেবে। ব্রাজিল একটি শক্তিশালী দল, এ দলকে এবার কেউ হারাতে পারবে না। ছোট থেকেই ব্রাজিলের খেলা দেখি, ইনশাল্লাহ এবারও সব খেলা দেখবো। আশা করছি এবারের কাপ ব্রাজিলই নিবে।
আর্জেন্টিনার সমর্থক আলমগীর কবির বলেন, আমি আর্জেন্টিনার সাপোর্টার। খেলা উপলক্ষে টি-শার্ট ক্রয় করেছি। একই সঙ্গে বাড়িতে আর্জেন্টিনার পতাকা টানিয়েছি। আমি শতভাগ আশাবাদী এবার কাপ আর্জেন্টিনার ঘরে যাবে। আর্জেন্টিনার জয় দেখতে চাই।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ বলেন, ফুটবল খেলাকে সবাই পছন্দ ও ভালোবাসেন। বিশ্বকাপ ফুটবল শুরু হলে সবাই নিজ নিজ প্রিয় দলের সাপোর্ট করে থাকেন। কিন্তু সবারই মনে রাখতে হবে, যারা বিল্ডিংয়ের ছাদে এবং বিভিন্ন জায়গায় ফুটবল দলগুলোর পতাকা টাঙাচ্ছেন সবার আগে বাংলাদেশের পতাকাকে উপরে রাখতে হবে।
এএজেড