নাটোরে ২১৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪

নাটোরের বড়াইগ্রামে ২টি পৃথক অভিযান চালিয়ে ২১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে র্যাব। এ সময় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর ভূইয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-গোপালপুর ভূইয়াপাড়ার যতিন বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস (৫৫), পূর্ন কলস বানিয়াপাড়ার নুর ইসলামের ছেলে রান্টু হোসেন (৩৭), গোপালপুর ভূইয়াপাড়ার খোরশেদ প্রামানিকের ছেলে আবু তাহের প্রামানিক (৫৬) এবং একই এলাকার আব্রাহাম রোজারিওর ছেলে বাবু রোজারিও (৫৫)।
নাটোর র্যাব অফিসের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে বিশেষ গোয়েন্দা তথ্যের গোপালপুর ভূইয়াপাড়া এলাকায় অভিযান চালায় নাটোর র্যাব সদস্যরা। এ সময় ওই চোলাইমদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বড়ইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এসআইএইচ
